বডি ল্যাংগুয়েজ

বডি ল্যাংগুয়েজ

গোয়েন্দা প্রশিক্ষনের একটি চ্যাপ্টার আছে বডি ল্যাংগুয়েজ রিড করা বিষয়ে। আজ অবসর সময়ে সেনাকুন্জে সন্মানিত প্রধান উপদেস্টা প্রফেসর ইউনুসের সেনাপ্রধানের সাথের ভিডিওগুলো দেখছিলাম আর নিজের পুরোনো জ্ঞান ঝালাই করছিলাম। প্রফেসর ইউনুসের বক্তৃতার সময় উপস্হিত দর্শকরা উদ্বেলিত হচ্ছিল ক্ষনে ক্ষনে করতালি দিয়ে উত্সাহিত করছিল কিন্তু এর বিন্দু মাত্র প্রভাব জেনারেল ওয়াকারের ভিতর ছিলনা। তাকে বেশ উদাসীন মনে হচ্ছিল। এর থেকে কি বোঝা যায়, দে আর নট ইন দ্যা সেইম বোট(তাদের চিন্তা ভাবনা এক নয়)। সেনাবাহিনীতে বস/ঊর্ধতন অফিসারের হাসিতে হাসা বা হাসির অভিনয় করা নিয়মিত চর্চিত, জেনারেল ওয়াকার প্রফেসর ইউনুসের বক্ত্যবের কোন পর্যায়ে একটুও হাসেননি।

আমার ২১ শে নভেম্বরের দেয়া স্ট্যাটাসের কথা মনে পড়ে গেল। আমি কনফিডেন্ট আমার বিশ্লেষন ঠিক আছে!

আমার ২১শে নভেম্বরের স্ট্যাটাসঃ

{সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ একটি নতুন শুরুর সূচনা! এটা থামানোর সাধ্য কারও নেই।

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা এটা যত তাড়াতাড়ি বুঝবেন এটা তাদের এবং দেশের জন্য ভাল হবে। আল্লাহ তাদের শুভ বুদ্ধি দিক।

নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।

[সূরা আনফাল : ৩০ এবং আল ইমরান ৫৪ ]}

 

টাইমলাইন লিংক: https://www.facebook.com/share/p/1BfjLVHKRH/