ভারতের কাশী ও মথুরা, সম্বল সহ দেশের নানান প্রান্তে প্রায় নিত্য দিন মন্দির-মসজিদ নিয়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। ইতিমধ্যে এমন অনেক ঘটনা প্রকাশ্যে আসছে যেখানে ধর্মীয় কাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এনিয়ে এবার কড়া বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, প্রায় প্রতিদিন নতুন নতুন একাধিক মামলা হচ্ছে, এটা একেবারেই ঠিক নয়। পুনেতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি একথা বলেন।
মোহন ভাগবত তাঁর ভাষণে বলেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পরে, কিছু লোক মনে করছেন যে তারা এই জাতীয় ইস্যু তুলে “হিন্দুদের নেতা” হতে পারেন। সংঘ প্রধান, ভারতীয় সমাজের বৈচিত্র্যের মধ্যে একতার কথা উল্লেখ করে ভাগবত বলেন, রামকৃষ্ণ মিশনে বড়দিন উদযাপন করা হয়। তিনি আরও বলেছিলেন “কেবল আমরাই এটা করতে পারি কারণ আমরা হিন্দু।” আমরা যদি বিশ্বকে এই সদিচ্ছার কথা জানাতে চাই তাহলে আমাদের এটিকে মডেল করতে হবে। রাম মন্দির নির্মাণের পর নতুন জায়গায় একই ধরনের ইস্যু তুলে হিন্দুদের নেতা হতে পারেন বলে মনে করছেন কেউ কেউ। এটা গ্রহণযোগ্য নয়।”
মোহন ভাগবত আরও বলেন, রাম মন্দির সকল হিন্দু সমাজের বিশ্বাসের বিষয়। “প্রতিদিন মন্দির-মসজিদ বিতর্ক নিয়ে তিনি বলেন, এভাবে চলতে পারে না। ভারতকে দেখাতে হবে যে আমরা একসাথে থাকতে পারি৷” তিনি বলেন, বাইরে থেকে কিছু গোষ্ঠী তাদের সঙ্গে ধর্মান্ধতা নিয়ে এসেছে এবং তারা চায় তাদের পুরনো শাসন ফিরে আসুক।
ইন্ডিয়ান এক্সপ্রেস