প্রবাসী শিক্ষার্থীদের জন্য চাই বাংলাদেশ সরকারের পরিকল্পনা

প্রবাসী শিক্ষার্থীদের জন্য চাই বাংলাদেশ সরকারের পরিকল্পনা
ছবি: যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইট থেকে

২০২৪ সালে বাংলাদেশ থেকে আমেরিকায় পড়তে এসেছে ১৭ হাজার ৯৯ জন । ২০২৩ সালে ছিল ১৩, ৫৬৩ জন । গত পাঁচ বছরে আমেরিকায় পড়তে আসা বাংলাদেশী ছাত্রদের সংখ্যা ৫৮ হাজার ৬৯৫ জন ।

২০২৪ সালে আমেরিকায় সবচেয়ে বেশী ছাত্র পড়তে এসেছে ভারত থেকে ৩ লক্ষ ৩১ হাজার, চীন থেকে এসেছে ২ লক্ষ ৭৭ হাজার । সাউথ কোরিয়া থেকে ৪৩ হাজার, তাইওয়ান থেকে ২৩ হাজার এবং ভিয়েতনাম থেকে ২২ হাজার । বাংলাদেশের অবস্হান ষষ্ঠ ।

বাংলাদেশ থেকে গ্রাজুয়েট লেভেলে আসা ৯৯% নিজে ফান্ড ম্যানেজ করে আমেরিকায় আসে । এই সমস্ত ছাত্রদের অর্থনৈতিক অবস্হা তেমন বেশী ভালো না । এরা লোন করে বা টিউটর হিসাবে পড়িয়ে GRE ও টোফেল বা আইএলটিএস পরীক্ষা দেয় ও এডমিশন ফি দিয়ে ৫-১০টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে । অফার পাওয়ার পর প্লেনের টিকিট কাটার টাকাও লোন করে ম্যানেজ করে বাইরে আসে ।

এদের জন্য সরকারের কোনো পরিকল্পনা নেই অথচ এরাই প্রতি বছর বিশাল পরিমান টাকা দেশে পাঠাবে । বিদেশে বসবাসরতদের থেকে পাওয়া রেমিটেন্স থেকে সরকার যদি এইসব ছাত্রদের জন্য প্যাকেজ ঘোষণা করত তাহলে আমি বিশ্বাস করি প্রতি বছর বাংলাদেশ থেকে ৫০ হাজার ছেলেমেয়ে আমেরিকায় পড়তে আসতো এবং সরকার আরও বেশী রেমিটেন্স পেত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমেরিকায় প্রশিক্ষিত ও দক্ষ জনবলকে ফিরিয়ে নেওয়ার পদক্ষেপ নিলে বাংলাদেশের অর্থনীতি ও গবেষণা সাউথ কোরিয়া বা তাইওয়ানের কাছাকাছি যাবার সম্ভবনা রয়েছে ।

লিংক: https://www.facebook.com/share/p/19iq8NY896/