বিডিআর হত‍্যাকান্ড তদন্ত

বিডিআর হত‍্যাকান্ড তদন্ত

বিডিআর হত‍্যাকান্ড তদন্ত বিষয়ে হাইকোর্টে রীট আবেদনকারীর আজকের একটি বক্তব্য নিয়ে কিছু অষ্পষ্টতা সৃষ্টি হয়েছে। প্রকৃত তথ্য হচ্ছে, সম্প্রতি দায়ের করা রিট মামলায় হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে একটি  তদন্ত কমিটি গঠনের আদেশ দেয়। স্বরাষ্ট্র মন্ত্রনালয় উক্ত কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রনালয়ের মতামত চায়। আইন মন্ত্রনালয় হাইকোর্ট বিভাগের আদেশের ব‍্যত‍্যয় ঘটানোর সুযোগ নেই মর্মে ৩ ডিসেম্বর মতামত প্রদান করে। অর্থাৎ উক্ত কমিটি গঠনের পক্ষে আইন মন্ত্রনালয় মতামত প্রদান করে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের একটি স্মারকে (বা এর নামে প্রচারিত একটি স্মারকে) আপাতত এই কমিটি গঠন করা সম্ভব নয় বলে জানানো হয়।  এতে আইন মন্ত্রনালয়ের কোন মতামতের উল্লেখ করা হয়নি। এধরনের কমিটি গঠন করার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের, হাইকোর্ট-এর আদেশ অনুসারেও এটি করার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবিষ্যতে বিডিআর হত্যাকান্ড বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করলে অবশ্যই আইন মন্ত্রনালয় এজন্য সকল সহযোগিতা প্রদান করবে।

ব্যক্তিগতভাবে আমি মনে করি বিডিআর হত্যাকান্ডের স্বাধীন একটি তদন্ত প্রয়োজন।

লিংক: https://www.facebook.com/share/p/1DcWBpk3LK/