‘জর্জ সোরোসকে ঢাল করছে মোদী সরকার’: মনিপুর ইস্যুতে লোকসভা উত্তাল

 ‘জর্জ সোরোসকে ঢাল করছে মোদী সরকার’: মনিপুর ইস্যুতে লোকসভা উত্তাল
লোকসভায় বাকযুদ্ধে জড়ালেন পীযূষ গয়াল ও গৌরব গগৈ।

কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, ‘এই সরকার মণিপুর সমস্যা মেটাতে ব্যর্থ হয়েছে। আর সেই ব্যর্থতা আড়াল করতেই জর্জ সোরোসকে ঢাল করছে!’

কেন্দ্রের প্রধান বিরোধী কংগ্রেসকে বিপাকে ফেলতে সোনিয়া গান্ধীর সঙ্গে হাঙ্গেরিয়ান-মার্কিন ব্যবসায়ী জর্জ সোরোসের গোপন আঁতাত রয়েছে বলে তোপ দেগেছে বিজেপি। এবার সেই ইস্যুতে পালটা জবাব দিল কংগ্রেস। যার জেরে বুধবার উত্তপ্ত হয়ে উঠল লোকসভার অধিবেশন। বিবাদে জড়ালেন সরকার ও বিরোধী পক্ষের সাংসদরা।

এদিন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে বলেন, আসলে মণিপুর হিংসার মতো গুরুতর ইস্যু থেকে নজর ঘোরাতেই কংগ্রেস-সোরোস যোগ নিয়ে অপপ্রচার করছে বিজেপি।

এদিন সংসদে দাঁড়িয়ে গৌরব বলেন, মণিপুরের ‘সমস্যা মেটানোর কোনও চেষ্টাই করছে না মোদী সরকার। বদলে সেখানে আধাসেনা মোতায়েন করা হচ্ছে। আফস্পা কার্যকর করা হচ্ছে। তাতে লাগাতার হয়ে চলা হিংসায় লাগাম পরানো যাচ্ছে না। অবাধে লুটপাট চলছে, অর্থনীতি ভেঙে পড়ছে এবং মানুষ ন্যূনতম নাগরিক পরিষেবাটুকু পর্যন্ত পাচ্ছে না।’

কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত দিনেও মণিপুর গেলেন না, কেনই বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুর নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে সংসদে কোনও বিস্তারিত বক্তব্য পেশ করছেন না, সেই প্রশ্ন তুলেছেন গৌরব।

তিনি বলেন, ‘এই সরকার মণিপুর সমস্যা মেটাতে ব্যর্থ হয়েছে। আর সেই ব্যর্থতা আড়াল করতেই জর্জ সোরোসকে ঢাল করছে!’

কংগ্রেস সাংসদের এই মন্তব্য শুনে রে রে করে ওঠেন বিজেপি তথা এনডিএ সাংসদরা। সঙ্গে সঙ্গে এর জবাব দিতে ওঠেন কংগ্রেস সাংসদ পীযূষ গয়াল। তিনি পালটা সোরোসের সঙ্গে কংগ্রেস নেতৃত্বের যোগসাজশ নিয়ে প্রশ্ন তোলেন।

সংসদের অভ্যন্তরে এরপর প্রবল হট্টগোল শুরু হয়। তার মধ্যেই পীযূষ বলেন, ‘দেশের অভ্যন্তরে যত অস্থিরতা চলছে, তার জন্য কংগ্রেসই দায়ী। তারা এই কাজে বিদেশি শক্তিগুলিকে ব্যবহার করছে! ওদের (কংগ্রেসের) সঙ্গে বিদেশি শক্তির আঁতাত রয়েছে। যার জেরে দেশে সমস্যা তৈরি হচ্ছে।’

এরপর মণিপুর ইস্যুতে গৌরব গগৈয়ের তোলা অভিযোগেরও জবাব দেন পীযূষ গয়াল। তিনি বলেন, সর্বোচ্চ স্তরে অত্যন্ত সুকৌশলে মণিপুর সমস্যার সমাধান করা হচ্ছে। একইসঙ্গে, পীযূষ প্রশ্ন তোলেন, কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীন এর আগের প্রধানমন্ত্রী কতবার উত্তর-পূর্বে সফর করতেন?

এই বাগবিতণ্ডার জেরেই সরকার ও বিরোধী – দুই পক্ষই পরস্পরের একাধিক শীর্ষ নেতা-নেত্রীর নাম ধরে তোপ দাগতে শুরু করে। বিজেপি অভিযোগ করে, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভারত-বিরোধী জর্জ সোরোসের আঁতাত রয়েছে।

পালটা কংগ্রেস লাগাতার আদানি গোষ্ঠীকে কাঠগড়ায় তুলে কেন্দ্রীয় সরকারকে নিশানা করতে থাকে। তাদের বক্তব্য, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে আদানির অনৈতিক যোগসাজশ রয়েছে। যার ফলে বুধবারের অধিবেশন কক্ষ কার্যত ভণ্ডুল হয়ে যাওয়ার জোগাড় হয়।

হিন্দুস্তান টাইমস