রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর
সঞ্জয় মালহোত্রা

রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা। এবার তিনিই হলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর।বুধবার তিনি দায়িত্বভার নেবেন। আগামী তিন বছরের জন্য় তিনি এই দায়িত্ব নিচ্ছেন।সরকারের তরফে একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে।

তিনি ১৯৯০ সালের আইএএস। তিনি রাজস্থান ক্যাডারের অফিসার। তিনিই এবার হচ্ছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর। ১৯৯০ ব্যাচের রাজস্থান ক্যাডারের এই আইএএস অফিসার মালহোত্রা শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হবেন। তিনি হবেন কেন্দ্রীয় ব্যাংকের ২৬তম গভর্নর।

তিনি আই আই টি কানপুরের কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েট। আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটির পাবলিক পলিসির উপর মাস্টার্স করেছিলেন। প্রায় ৩৩ বছরের কর্মজীবন। সেখানে তিনি নানা উল্লেখযোগ্য পদে ছিলেন। পাওয়ার, ফিনান্স, কর, তথ্য প্রযুক্তি, খনি সংক্রান্ত বিভাগ সহ নানা ক্ষেত্রে তিনি কর্মরত ছিলেন।

এর আগে তিনি ভারত সরকারের রাজস্ব সচিব হিসাবে কর্মরত ছিলেন। অর্থনীতি ও কর সংক্রান্ত ব্যাপারে তিনি অত্যন্ত দক্ষ ব্যক্তি। কর সংক্রান্ত পলিসি তৈরির ক্ষেত্রে তাঁর ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য। প্রত্যক্ষ ও পরোক্ষ করের ক্ষেত্রে নানা পলিসি তৈরির ক্ষেত্রে তাঁর নানা ভূমিকা রয়েছে।

২০১৮ সালে ১২ ডিসেম্বর আরবিআইয়ের গভর্নর পদে বসেছিলেন  শক্তিকান্ত দাস। আগামী বুধবার তাঁর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। সেদিনই দায়িত্ব নেবেন আরবিআইয়ের নতুন গভর্নর। তবে বর্তমানে যিনি রয়েছেন তিনি এক্সটেনশনে রয়েছেন।

হিন্দুস্তান টাইমস