সংখ্যালঘু নির্যাতনে ভারত, বাংলাদেশ তফাত নেই: মেহবুবা মুফতি

সংখ্যালঘু নির্যাতনে ভারত, বাংলাদেশ তফাত নেই: মেহবুবা মুফতি
মেহবুবা মুফতি, ছবি: ফেসবুক

ভারত যখন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ এনে হৈচৈ করছে তখন প্রতিবেশী দেশের পরিস্থিতির সঙ্গে ভারতের পরিস্থিতির তুলনা করলেন পিপলস ডেমোক্রেটিক পার্টির সভানেত্রী, মেহবুবা মুফতি। তবে, এই তুলনার জন্য বিজেপি নেতাদের তীব্র সমালোচনার মুকে পড়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

রবিবার জম্মুতে এক দলীয় সভায়, কর্মীদের উদ্দেশে মেহবুবা মুফতি বলেন, ‘আমাদের হিন্দু ভাইরা বাংলাদেশে নিপীড়নের মুখে পড়েছে। কিন্তু, আমরা যদি এখানে (ভারতে) সংখ্যালঘুদের সঙ্গে একই কাজ করি, তাহলে দুই দেশের পার্থক্য কোথায় রইল? আমাদের দেশ মহান। গোটা বিশ্ব আমাদের দেশকে তার ধর্মনিরপেক্ষ চরিত্রের জন্য চেনে।’

বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে ভারতের তুলনা করায়, মেহবুবা মুফতির মন্তব্য ‘দেশবিরোধী’ বলে অভিযোগ করেছে বিজেপি। বিজেপির জম্মু ও কাশ্মীরের প্রাক্তন সভাপতি, রবিন্দর রায়নার মতে মেহবুবা মুফতির মন্তব্য শুধু ভুল নয়।

 

এই সময়