নেপাল ও ভারত আজ দ্বিপাক্ষিক সামরিক আলোচনায় বসছে

নেপাল ও ভারত আজ দ্বিপাক্ষিক সামরিক আলোচনায় বসছে
xr:d:DAFfXM1K3cw:13,j:44801413227,t:23040722

পারস্পরিক প্রতিরক্ষা এবং কৌশলগত সম্পর্ক বাড়ানোর উপর দৃষ্টি নিবদ্ধ করে বৃহস্পতিবার নেপাল ও ভারতের সেনাবাহিনীর মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে।

এ  উপলক্ষে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাঁচ দিনের সরকারি সফরে বুধবার বিকেলে কাঠমান্ডুতে এসেছেন। তিনি নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেলের সঙ্গে নেপাল সেনা সদর দফতরে আলোচনায় বসবেন বলে নেপাল সেনাবাহিনীর মুখপাত্র সহকারী জেনারেল গৌরব কুমার কেসি জানান।

রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল বৃহস্পতিবার ভারতীয় সেনাপ্রধানকে ‘নেপাল সেনাবাহিনীর জেনারেল’-এর সম্মানসূচক পদে ভূষিত করবেন।

৩০ জুন ভারতের সেনাপ্রধান হিসেবে নিয়োগের পর এটি জেনারেল দ্বিবেদীর নেপালে প্রথম সরকারি সফর।

কাঠমান্ডু থেকে