পাকিস্তানে যৌথ সন্ত্রাসবিরোধী মহড়া চালাবে চীন

পাকিস্তানে যৌথ সন্ত্রাসবিরোধী মহড়া চালাবে চীন
প্রতীকি ছবি

চীনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড পাকিস্তানে ওয়ারিয়র-8 শীর্ষক যৌথ সন্ত্রাসবিরোধী মহড়া চালাবে। মঙ্গলবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়। নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত এই যৌথ মহড়ায় অংশ নিতে পাকিস্তানে সৈন্য পাঠাচ্ছে চীন।

এটি একটি বার্ষিক মহড়া। এর থিম হলো, “যৌথভাবে সন্ত্রাস নির্মূল এবং স্ট্রাইক অপারেশন”। এতে উভয় পক্ষ একাধিক স্তরে যৌথ মিশ্র প্রশিক্ষণ পরিচালনা করে। এতে প্রকৃত যুদ্ধ পদ্ধতির ভিত্তিতে যৌথ পরিকল্পনা এবং লাইভ-ফোর্স মহড়ার আয়োজন করা হবে।

এটি চীন-পাকিস্তানের যৌথ সামরিক মহড়া- ওয়ারিয়র সিরিজের অষ্টম সংস্করণ। এর লক্ষ্য হল দুই সামরিক বাহিনীর মধ্যে ব্যবহারিক বিনিময় ও সহযোগিতা সমন্বয় ও গভীরতর করা। একই সাথে তাদের যৌথ সন্ত্রাসবিরোধী ক্ষমতা জোরদার করবে এই মহড়া।