সেলুকাস কি বিচিত্র এই দেশ!

সেলুকাস কি বিচিত্র এই দেশ!

বাংলাদেশের ইতিহাসের প্রতিটি মোড়ে নতুন দলই সবসময় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে। ১৯৫৪ সালে কয়েকটি নতুন দলের সমন্বয়ে গঠিত নির্বাচনী জোট ‘যুক্তফ্রন্ট’ পূর্ব পাকিস্তানে ক্ষমতাসীন ১৯০৬ সালে প্রতিষ্ঠিত মুসলিম লীগকে গো-হারা হারিয়েছিল। ১৯৭৯ সালে নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি আওয়ামী লীগসহ অন্যান্য প্রতিষ্ঠিত দলগুলোর ওপর আধিপত্য বিস্তার করেছিল। একনায়ক এরশাদের গঠিত জাতীয় পার্টির নির্বাচিত সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও একই দৃষ্টান্ত প্রযোজ্য।

এনসিপি নতুন দল। নজীরবিহীন এক গণবিদ্রোহের মধ্য দিয়ে তাদের জন্ম। তারা বিদ্রোহের সন্তান। তারা যদি রাজনীতিতে নতুন সংস্কৃতি সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে প্রতিষ্ঠিত পুরোনো দলগুলোর উচিত তাদের উৎসাহিত করা। কিন্তু ক্ষমতার রাজনীতি এমন এক জিনিস, ক্ষমতায় যেতে উন্মাদ দলগুলো ছাত্রদের আন্দোলনের সুফল ভোগ করার জন্য ঝাঁপিয়ে পড়তে লজ্জাবোধ না করলেও তাদেরকে নির্বাচনী রাজনীতিতে সহ্য করতে পারছে না। সেলুকাস কি বিচিত্র এই দেশ!

সূত্র: ফেসবুক টাইমলাইন