জোট সরকার থেকে পিপিপি’র বেরিয়ে যাওয়ার গুঞ্জন

জোট সরকার থেকে পিপিপি’র বেরিয়ে যাওয়ার গুঞ্জন
ছবি: প্রতীকী

বিলাওল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র সঙ্গে সংঘাতে জড়িয়েছেন পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ়। সেই জল্পনা-কল্পনার মাঝেই পাকিস্তানের সাবেক  প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফের সঙ্গে একান্ত বৈঠক সারলেন বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সূত্রের খবর, বিরোধের পথ থেকে সরে আসার জন্য নওয়াজ়কে তাঁর কন্যা মরিয়মকে বোঝানোর জন্য অনুরোধ করেন পাক প্রধানমন্ত্রী!

পাঞ্জাব প্রদেশের খাল এবং বন্যা পরিস্থিতি নিয়ে দীর্ঘ দিন ধরেই মরিয়মের সঙ্গে পিপিপি-র বিরোধ চলছে। বিলাওলের দল প্রকাশ্যেই পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর সমালোচনা করে আসছে। বিরোধে ঘৃতাহুতি হয় যখন সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের  (পিটিআই) নেতাদের গলায় অভিযোগের পুনরাবৃত্তি শোনা যায়। বিলাওলের দলের বিরুদ্ধে পাল্টা মুখ খোলেন মরিয়ম। পিপিপি-র নেতাদের চুপ থাকার পরামর্শ দেন তিনি। তার পর থেকেই পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায়।

এক সূত্রকে উদ্ধৃত করে নওয়াজ় ও শেহবাজের বৈঠকের কথা জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’। দু’দিনের মালয়েশিয়া সফরে যাওয়ার আগে ভাই এর সঙ্গে দেখা করেন শেহবাজ়। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ় (পিএমএল-এন)-এর প্রধান নওয়াজ়ের সঙ্গে নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। তবে আলোচনায় অন্যতম বিষয়ই ছিল জোটের ‘ভাঙন’। কীভাবে এই বিরোধ থামানো সম্ভব, তা নিয়েই  আলোচনা  করতে গিয়েছিলেন শেহবাজ়, দাবি সূত্রের।

অনেকের মতে, পিপিপি যদি জোট সরকারের থেকে সমর্থন তুলে নেয়, তবে চাপে পড়তে পারেন শেহবাজ়। সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের দাবিও উঠতে পারে। সেই পরিস্থিতি যাতে তৈরি না-হয়, তাই আগেভাগেই পদক্ষেপ করতে চাইছেন পাক প্রধানমন্ত্রী।

ডন