সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
পাকিস্তানের চিলাস শহরের কাছে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের গিলগিত-বালতিস্তান প্রশাসনিক অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। হেলিকপ্টারটি সোমবার (১ সেপ্টম্বর) দিয়ামের জেলার চিলাস শহরে বিধ্বস্ত হয়।

স্থানীয় সরকারের মুখপাত্র ফাইজুল্লাহ ফারাক এক বিবৃতিতে বলেন, ‘আমাদের একটি হেলিকপ্টার চিলাসের থর অঞ্চলে বিধ্বস্ত হয়েছে।’

তিনি জানান, ওই হেলিকপ্টারে দুইজন পাইলট ও তিন জন কারিগরি কর্মী ছিলেন। দিয়ামের জেলা পুলিশের এসএসপি আবদুল হামিদ বিবৃতিতে জানান, ‘হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।’

এসএসপি হামিদ ডনকে নিশ্চিত করেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি পাকিস্তান সেনাবাহিনীর।

তিনি জানান, দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি একটি নতুন ও প্রস্তাবিত হেলিপ্যাডে অবতরণ পরীক্ষা করছিল।

কর্মকর্তা জানান, দিয়ামের জেলার পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গেছেন। তারা লাশ উদ্ধার ও ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়ার কাজ করছেন।

কর্মকর্তারা এখনো দুর্ঘটনার কারণ না জানালেও স্থানীয় সরকারের মুখপাত্র জানান, ‘কারিগরি ত্রুটির’ কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

ডন