যুদ্ধক্ষেত্রে শক্তিবৃদ্ধির অংশ হিসেবে পাকিস্তান সেনাবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো চীনের তৈরি জেড-১০এমই অ্যাটাক হেলিকপ্টার। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
মুলতান গ্যারিসনে, ২ আগস্ট অনুষ্ঠানিকভাবে হেলিকপ্টারগুলো সেনাবাহিনীতে যুক্ত হয়। সেনাবাহিনী প্রধান (সিওএএস) ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন।
মুলতান গ্যারিসনের অধীনে পাকিস্তান সেনাবাহিনীর বেশ কয়েকটি সাঁজোয়া ব্রিগেড এবং অ্যাটাক হেলিকপ্টার স্কোয়াড্রন রয়েছে। আইএসপিআর জানায়, সেনাবাহিনীর এভিয়েশন কোরকে আধুনিকীকরণ এবং যুদ্ধক্ষেত্রে ‘সমন্বিত প্রতিক্রিয়া’ জোরদার করবে জেড-১০এমই হেলিকপ্টার।
আইএসপিআর জানায়, জেড-১০এমই পাকিস্তান সেনাবাহিনীর “সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক হামলা চালানোর ক্ষমতা”কে শক্তিশালী করবে এবং এসব হেলিকপ্টার সব-আবহাওয়ায় ও দিন-রাত নির্ভুলভাবে আক্রমণ পরিচালনা করতে সক্ষম।
তবে প্রথম ব্যাচে পাকিস্তান সেনাবাহিনীর এভিয়েশন কোরকে কতটি হেলিকপ্টার দেয়া হয়েছে তা আইএসপিআর জানায়নি। সংস্থাটির পক্ষ থেকে টেইল নাম্বার ৭৮৬-৩০১ সম্বলিত একটি জেড-১০এমই হেলিকপ্টারের ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। যদিও আইএসপিআর একাধিক জেড-১০এমই হেলিকপ্টার সংযুক্তির কথা জানিয়েছে। সংস্থাটি জানায়, ফিল্ড মার্শাল মুনির মুজাফফরগড় ফিল্ড ফায়ারিং রেঞ্জে নতুন জেড-১০এমই হেলিকপ্টারের ফায়ারপাওয়ার প্রত্যক্ষ করেন।
আইএসপিআরের ভিডিওতে একটি জেড-১০এমই-এর কার্যকারিতা দেখানো হয়েছে। সোস্যাল মিডিয়াতেও ওই একই হেলিকপ্টারকে সক্রিয় থাকতে দেখা গেছে।