থাই-কম্বোডিয়া সংঘাতে নিহত ৩৩, থাইল্যান্ডের গানবোট মোতায়েন

থাই-কম্বোডিয়া সংঘাতে নিহত ৩৩, থাইল্যান্ডের গানবোট মোতায়েন

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে রক্তক্ষয়ী সীমান্ত সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। শনিবার (২৬ জুলাই) থাই নৌবাহিনী থাই উপসাগরে ৮টি গানবোট মোতায়েন করেছে। উভয় সরকার এই সংঘর্ষের জন্য পরস্পরকে দোষারোপ করেছে। সংঘর্ষে এ পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছে এবং হাজার হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

বৃহস্পতিবার এই সংঘাতের শুরু হয়। থাই কর্মকর্তারা অভিযোগ করেন যে কম্বোডিয়া বাহিনী সীমান্ত অতিক্রম করে তাদের ভূখণ্ডে প্রবেশ করেছে। এরপর থেকে দুই পক্ষ হামলা ও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার কম্বোডিয়ার সীমান্তবর্তী ত্রাত প্রদেশের উপকূলে থাইল্যান্ড গানবোট মোতায়েন করে বলে খবর পাওয়া গেছে।

গানবোট মোতায়েনের পর এই সহিংসতা আরও তীব্র আকার ধারণ করার আশঙ্কা তৈরি হয়েছে। কম্বোডিয়ার রকেট হামলায় বেশ কয়েকজন থাই বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া যায়। থাইল্যান্ডের সেনাবাহিনী ক্লাস্টার বোমা, কামান এবং এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করছে বলে কম্বোডিয়া অভিযোগ করেছে।

এদিকে, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি কম্বোডিয়া এবং থাইল্যান্ডের নেতাদের সাথে তাদের সীমান্ত সংঘাত অবসানের বিষয়ে কথা বলছেন।

স্কটল্যান্ড সফরে থাকা ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে একটি পোস্টে বলেন যে তিনি থাইল্যান্ডের সাথে যুদ্ধ বন্ধ করার বিষয়ে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন।

তিনি বলেন, যুদ্ধবিরতি ও চলমান যুদ্ধের অবসানের অনুরোধ জানাতে আমি এইমাত্র থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে ফোন করেছি।