এবার নৌবাহিনীর হাতে আরকিউ-২১ ব্ল্যাকজ্যাক ড্রোন

এবার নৌবাহিনীর হাতে আরকিউ-২১ ব্ল্যাকজ্যাক ড্রোন

বাংলাদেশ সেনাবাহিনীর পর এবার নৌবাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি আরকিউ-২১ ব্ল্যাকজ্যাক ড্রোন ব্যবহার শুরু করেছে। এই ড্রোনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী সাগরে নজরদারি কার্যক্রম পরিচালনা করবে।

উড্ডয়নকালে ড্রোনগুলোর সর্বোচ্চ ওজন ৬১ কেজি। এটি ১৬ ঘন্টা পর্যন্ত আকাশে উড়তে পারে এবং ১৫,০০০ ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে পারে।

এর নজরদারী সীমা ৯০ কিলোমিটারের বেশি। এতে রয়েছে ইলেক্ট্রো-অপটিক্যাল/ইনফ্রারেড ক্যামেরা, লেজার রেঞ্জফাইন্ডার এবং যোগাযোগ রিলে সিস্টেম।