তুরস্ক থেকে ড্রোন কিনলো কুয়েত

তুরস্ক থেকে ড্রোন কিনলো কুয়েত

তুরস্ক থেকে বেরাকতার টিবি২ ড্রোন কিনেছে কুয়েত। ১৭ জুলাই ড্রোনের প্রথম ব্যাচ এসে পৌছেছে বলে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়।

এ উপলক্ষে সালেম আল-সাবাহ বিমান ঘাঁটিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দেন প্রতিরক্ষামন্ত্রী শেখ আব্দুল্লাহ আলি আব্দুল্লাহ আল-সাবাহ, বিমান বাহিনী প্রধান মেজর জেনারেল সাবাহ জাবের আল আহমেদ আল সাবাহ ও অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ।

হ্যাঙ্গারে ড্রোনের সামনে দাঁড়িয়ে অতিথিরা ছবিও তোলেন। টিবি২ ড্রোনগুলো গাইডেড বোমা বহন করতে পারে।

২০২৩ সালে কুয়েতের সশস্ত্র বাহিনী অজ্ঞাত সংখ্যক ড্রোন কেনার জন্য তুরস্কের সঙ্গে ৩৬৭ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করে। চুক্তির অধীনে ৩ বছরের জন্য প্রশিক্ষণ, মোবাইল গ্রাউন্ড স্টেশন, অস্ত্র, ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম, একটি সিমুলেটর, খুচরা যন্ত্রাংশ ও কারিগরি সহায়তা দেবে তুরস্ক।