তেল পাচারের অভিযোগে বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান

তেল পাচারের অভিযোগে বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান
ছবি: মেহের নিউজ

জ্বালানি পাচারের অভিযোগে ইরান ওমান সাগরে জ্বালানি বহনকারী একটি বিদেশী ট্যাঙ্কার জব্দ করেছে। বুধবার দেশটির বিচার বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এএফপি

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বিচার বিভাগীয় প্রধান মোজতাবা গাহরেমানি বলেছেন, জাহাজের মালামাল সংক্রান্ত আইনি নথিপত্রে ত্রুটি থাকার কারণে ওমান সাগরে এই জাহাজটি আটক করা হয়েছে। জাহাজটিতে ২০ লাখ লিটার তেল বহন করা হচ্ছিল।

গাহরেমানি বলেন, বিদেশী ট্যাঙ্কারের ক্যাপ্টেন এবং ক্রুসহ ১৭ সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে আটককৃতদের পরিচয় এবং জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ প্রমাণ সংগ্রহ, নথি যাচাই, জ্বালানি পরীক্ষা ও মালামালের পরিমাণ নিশ্চিত করার কাজ চালিয়ে যাচ্ছে।

ইরানের বিপ্লবী গার্ডরা উপসাগরে ১৫ লাখ লিটার ডিজেল পরিবহনের অভিযোগে তানজানিয়ার পতাকাবাহী দুটি ট্যাঙ্কার আটক করার কয়েক মাস পর এই জব্দের ঘটনা ঘটল।