পাকিস্তানে শিগগিরই ইস্টারলিঙ্ক

পাকিস্তানে শিগগিরই ইস্টারলিঙ্ক
চলতি বছরের শেষ নাগাদ পাকিস্তানে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সার্ভিস তথা ইস্টারলিঙ্ক চালু হতে যাচ্ছে। ইস্টারলিঙ্ক আনুষ্ঠানিকভাবে তার আসন্ন ‘ন্যাশনাল স্যাটেলাইট রেগুলেটরি ফ্রেমওয়ার্ক’- এ পাকিস্তান-সংশ্লিষ্ট আইন হালনাগাদ করতে রাজি হয়েছে। এটা হবে দেশটির ডিজিটাল ল্যান্ডস্কেপের সঙ্গে গ্লোবাল স্যাটেলাইট ইন্টারনেট সমন্বয় সাধনের পথে একটি বড় অগ্রগতি।
কর্মকর্তারা জানান যে আন্তর্জাতিক রীতি-নীতির সাথে মিল রেখে পাকিস্তানের ‘স্পেস একটিভিটি রেগুলেটরি বোর্ড’ একটি ফ্রেমওয়ার্ক তৈরির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি চূড়ান্ত হওয়ার পর ‘পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি’ স্টারলিঙ্ককে লাইসেন্স ও রেজিস্ট্রেশন দেবে।
এ ব্যাপারে গত মাসে ইসলামাবাদের একটি হোটেলে উচ্চ পর্যায়ের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে আমাজন, ওয়ানওয়েব এবং সাংহাই টেলিকমের মত বড় বড় প্রতিষ্ঠান যোগ দেয়। পাকিস্তানের ফেডারেল আইটি মিনিস্টার শাহজাহ ফাতিমা ওয়ার্কশপের উদ্বোধন করেন।