রাশিয়া থেকে বাংলাদেশের হেলিকপ্টার কেনা আটকে গেছে

রাশিয়া থেকে বাংলাদেশের হেলিকপ্টার কেনা আটকে গেছে
এমআই ১৭১এ২ মাল্টিরোল হেলিকপ্টার। ছবি: সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটি থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য হেলিকপ্টার সংগ্রহ করা যাচ্ছে না। বিগত সরকারের আমলে দুই দেশের সরকারের মধ্যে ৪২৮ কোটি টাকার এই চুক্তি সই হয়। ফলে বাংলাদেশ পুলিশের নতুন এভিয়েশন ইউনিট স্থাপনের বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়েছে।

পুলিশ বাহিনীর জন্য দুটি এমআই ১৭১এ২ মাল্টিরোল হেলিকপ্টার কিনতে ২০২১ সালে রাশিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। ইতোমধ্যে চুক্তি মূল্যের প্রায় ৭০ শতাংশ বা প্রায় ৩০০ কোটি টাকা রাশিয়ান সরবরাহকারীকে পরিশোধ করা হয়েছে। পাইলট ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণও শেষ হয়েছে। এসব অগ্রগতি সত্ত্বেও, মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ চুক্তি স্থগিত করতে বাধ্য হয়েছে।

প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট বিডিমিলিটারি জানায়, জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মোঃ জসিম গত জানুয়ারী মাসে এক চিঠিতে পুলিশ মহাপরিদর্শককে আমদানি সংশ্লিষ্ট সকল প্রক্রিয়া বন্ধ করার নির্দেশ দেন। চিঠিতে রাশিয়ান হেলিকপ্টার আমদানির সঙ্গে যুক্ত ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন যে ঝুঁকিগুলো আমলে না নিলে বাংলাদেশের বিরুদ্ধেও মার্কিন নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে।