ট্রাম্পের শুল্ক মিয়ানমারের পোশাক খাতে বিপর্যয় ডেকে আনবে

ট্রাম্পের শুল্ক মিয়ানমারের পোশাক খাতে বিপর্যয় ডেকে আনবে
ইয়াঙ্গুনে একটি পোশাক কারখানার শ্রমিকরা। ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে যুক্তরাষ্ট্রে রফতানি করা পণ্যের উপর ৪০ শতাংশ শুল্ক আরোপের মার্কিন সিদ্ধান্ত দেশটির পোশাক শিল্পের উপর গুরুতর প্রভাব ফেলবে। এই কাতে প্রায় ৮ লাখ শ্রমিক নিয়োজিত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যার মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ হারে শুল্ক দিতে হবে মিয়ানমার এবং লাওসকে। ১ আগস্ট থেকে এই হার কার্যকর হবে।

“যদি আমেরিকা আসলে এই শুল্ক আরোপ করে, তাহলে পোশাক শিল্প এর প্রভাব অনুভব করবে, তবে জুতা এবং ব্যাগ উৎপাদন আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে,”

ইয়াঙ্গুনের একজন কারখানার মালিক সংবাদ মাধ্যম দ্য ইরাবতীকে বলেন। “মিয়ানমার আগে পুরোপুরি শুল্ক ছাড় উপভোগ করত। তাই ৪০ শতাংশ শুল্ক প্রায় তাৎক্ষণিকভাবে রফতানি অর্ডার কমিয়ে দেবে।”

ট্রাম্প সংশ্লিষ্ট দেশগুলোর নেতাদের কাছে পাঠানো চিঠিতে শুল্কের রূপরেখা দিয়েছিলেন।

থাইল্যান্ড ও কম্বোডিয়ার উপর ৩৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। বাংলাদেশ ৩৫ শতাংশ, ইন্দোনেশিয়া ৩২ শতাংশ এবং জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।