বিমান প্রতিরক্ষা আধুনিকীকরণ করছে বাংলাদেশ

বিমান প্রতিরক্ষা আধুনিকীকরণ করছে বাংলাদেশ
কাঁধে বহনযোগ্য (ম্যানপ্যাডস) স্বল্প পাল্লার কিউডব্লিউ-১৮এ ক্ষেপনাস্ত্র। ছবি: সংগৃহীত

ভবিষ্যৎ হুমকি মোকাবেলা এবং জাতীয় নিরাপত্তা জোরদারের জন্য বাংলাদেশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণ করছে। এর অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা – সেনা, নৌ ও বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা সামর্থ্যের উন্নয়নে বিস্তৃত পরিকল্পনা নেয়া হয়েছে।

বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী চীনের তৈরি স্বল্প-পাল্লার এইচকিউ-১৭এ ই এবং মাঝারি-পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এফকে-৩ সংগ্রহ করছে, যা আকাশ হুমকির বিরুদ্ধে স্তরযুক্ত সুরক্ষা যোগ করবে।

গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জাহাজের প্রতিরক্ষা জোরদার করতে বাংলাদেশ নৌবাহিনী কয়েক বছর ধরে কাঁধে বহনযোগ্য (ম্যানপ্যাডস) স্বল্প পাল্লার ক্ষেপনাস্ত্র কিউডব্লিউ-১৮এ ব্যবহার করছে। সম্প্রতি এই ক্ষেপনাস্ত্রের আরো চালান বাংলাদেশে এসে পৌছেছে।

বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘ-পাল্লার থ্যালেস জিএম৪০৩ এম এইএসএ রাডার সংগ্রহ করেছে। সম্প্রতি বরিশাল ও বগুড়ায় এই রাডারের দুটি ইউনিট মোতায়েন করা হয়েছে। এছাড়া জে-১০সিই মাল্টিরোল ফাইটার সংগ্রহের চেষ্টা করছে। এতে এই বাহিনীর শত্রু সনাক্তকরণ এবং বাধাদানের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।