সৌদি রয়েল এয়ার ডিফেন্স ফোর্স আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের তৈরি ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স’ (থাড) ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম ইউনিট সক্রিয় করেছে। জেদ্দার এয়ার ডিফেন্স ফোর্সেস ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ব্যবস্থা সক্রিয় করা হয় বলে বুধবার (২ জুলাই) সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়। প্রতিবেদনের সঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত একটি ছবিও দেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনী থাড সিস্টেম পরীক্ষা, মূল্যায়ন এবং মাঠ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর ইউনিটটি চালু করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রয়েল সৌদি এয়ার ডিফেন্স ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাজিয়াদ আল-আমরো। তিনি আনুষ্ঠানিকভাবে বিমান প্রতিরক্ষা গ্রুপের কমান্ডারের কাছে ইউনিটের পতাকা হস্তান্তর করেন।
প্রথম থাড ব্যাটারি মোতায়েন সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ক্ষমতা জোরদার এবং গুরুত্বপূর্ণ কৌশলগত অবকাঠামো এবং জাতীয় স্বার্থের সুরক্ষা নিশ্চিত করবে। এটি সৌদি আরবের বৃহত্তর প্রতিরক্ষা প্রকল্পের অংশ বলে মন্ত্রণালয় জানায়।
এর আগে, থাড ক্ষেপনাস্ত্র পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাসে ফোর্ট ব্লিসে সৌদি সেনাদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়। ইতোমধ্যে সৌদি সেনাদের দুটি ইউনিটের সেনারা প্রশিক্ষণ সম্পন্ন করেছে।