‘র’-এর নতুন প্রধান পরাগ জৈন

‘র’-এর নতুন প্রধান পরাগ জৈন

ভারতীয় গুপ্তচর সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালা্ইসিস উইং’ (র)-এর নতুন প্রধান হচ্ছেন পরাগ জৈন। তিনি রবি সিংহের স্থলাভিষিক্ত হবেন। শনিবার (২৮ জুন) কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি ১৯৮৯-র ব্যাচের এই আইপিএস অফিসারকে পরবর্তী ‘র’ প্রধান হিসাবে মনোনীত করেছে।

আগামী দুই বছরের জন্য তাকে এই নিয়োগ দেয়া হয়েছে। ৩০ জুন থেকে দায়িত্ব পালন শুরু করবেন তিনি।

পরাগ জৈন একজন পাকিস্তান বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। বর্তমানে ‘র’-এর ড্রোন ও আকাশ-নজরদারি শাখা ‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টারের’-এ দায়িত্বে রয়েছেন। এটি ‘র’-এর বিমান গোয়েন্দা শাখা । এই সংস্থা প্রতিবেশি দেশের বিমান বাহিনী সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজ করে। ‘অপারেশন সিঁদুর’-এর সময় পরাগের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই এভিয়েশন রিসার্চ সেন্টার।

পরাগ জৈন দীর্ঘদিন ধরে ‘র’-এর সঙ্গে যুক্ত রয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ অভিযানেও অংশগ্রহণ করেছেন তিনি। ২০২২ সালের নভেম্বর থেকে তিনি ‘র’-এর স্পেশাল ডিজি পদে রয়েছেন ।