উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত

উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় ১৯ বেসামরিক ব্যক্তিসহ ২৯ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে চার সেনার অবস্থা আশঙ্কাজনক। শনিবার (২৮ জুন) দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় এ ঘটনা ঘটে। এএফপি

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, আত্মঘাতী এক বোমারু বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে সেনাদের গাড়িবহরে ওই বিস্ফোরণ ঘটান। এতে ১৬ সেনা নিহত ও ১০ সেনা আহত হন; বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন ১৯ জন।

জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, ওই বিস্ফোরণে দুটি ঘরের ছাদ ধসে পড়েছে। এতে ছয় শিশু আহত হয়। এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবানের সশস্ত্র পক্ষ হাফিজ গুল বাহাদুরের আত্মঘাতী বোমারু শাখা।

২০২১ সাল থেকে আফগানিস্তান সীমান্তসংলগ্ন এই এলাকায় নতুন করে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদ এসব ঘটনার পেছনে আফগানিস্তানের শাসনে থাকা তালেবানের প্রতি অভিযোগ তুলে আসছে। তবে তালেবান বরাবরই এসব অভিযোগ নাকচ করেছে।