নেতানিয়াহুর দাবি হাস্যকর, যুদ্ধবিরতি মেনে নেয়া ছাড়া উপায় ছিল না: ওরি গোল্ডবার্গ

নেতানিয়াহুর দাবি হাস্যকর, যুদ্ধবিরতি মেনে নেয়া ছাড়া উপায় ছিল না: ওরি গোল্ডবার্গ
ইসরায়েলের বেয়ারশেবাতে ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি আবাসিক ভবন থেকে উদ্ধারকর্মীরা একজনের লাশ নিয়ে যাচ্ছে। ছবি: আল-জাজিরা

ইসরায়েলের রাজনৈতিক ভাষ্যকার ওরি গোল্ডবার্গ বলেছেন যে যুদ্ধবিরতির আগে ইরানে তার সমস্ত লক্ষ্য অর্জন হয়েছে বলে ইসরায়েলি সরকারের দাবি “হাস্যকর”।

তিনি বলেন, “আর বলতে গেলে, ইসরায়েলের লক্ষ্য কী ছিল সেটা স্পষ্ট নয়।”

এই রাজনৈতিক ভাষ্যকার আল-জাজিরাকে বলেন, “গত সপ্তাহে, আমরা ইসরায়েলকে পারমাণবিক কর্মসূচি মুছে ফেলা থেকে শুরু করে শাসনব্যবস্থা পরিবর্তন পর্যন্ত অনেক কিছু বলতে শুনেছি।”

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কিছু ক্ষতি হলেও গোল্ডবার্গ বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আদৌ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে কিনা তা “সম্পূর্ণ অস্পষ্ট”।

তিনি বলেন, যেহেতু ইরান থেকে ইসরায়েলের প্রতি কখনও “অনিবার্য” পারমাণবিক হুমকি ছিল না, তাই “পরিস্থিতির মূলত কিছুই পরিবর্তন হয়নি।”

গোল্ডবার্গ মনে করেন যে ইসরায়েল সম্ভবত ইরানের আক্রমণে ক্রমবর্ধমান ক্ষতি থেকে বাঁচতে এবং ট্রাম্প প্রশাসনের চাপের কারণে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

তেল আবিব থেকে এই ভাষ্যকার বলেন, ট্রাম্পের ঘাড়ে সওয়ার হওয়ার পর নেতানিয়াহুর আর কোনও বিকল্প ছিল না।

তিনি বলেন, উদ্ধার পাওয়ার জন্য নেতানিয়াহু ট্রাম্পের উপর বাজি ধরেছিলেন। ট্রাম্পও এগিয়ে এলেন। তাই নেতানিয়াহু ট্রাম্পের কথা শুনতে বাধ্য।