শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন বামপন্থী জোটর বিপুল বিজয়

শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন বামপন্থী জোটর বিপুল বিজয়
নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েক, ছবি সংগৃহিত

আমার নিউজ ডেস্ক:

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকের বামপন্থী জোট মধ্যবর্তী পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে। দেশের জনগণ এই মার্কসবাদী নেতাকে কঠোর ব্যয়সংকোচন নীতি সহজ করার জন্য একটি শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।

বৃহস্পতিবার এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বেশিরভাগ ব্যালট গণনা হওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবার দেশটির নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। এতে দেখা যায়, দিসানায়েকের ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) ৬২% ভোট পেয়ে বিরোধী জোট সামাগি জনা বালাওয়েগয়া (এসজেবি) থেকে অনেক এগিয়ে রয়েছে।

স্থানীয় সময় সকাল সাড়ে দশটা পর্যন্ত ২২৫ সদস্যের সংসদে ১২৩ আসন জিতে এনপিপি। এখন পর্যন্ত ২২টি নির্বাচনী জেলার একটি বাদে সবকটিতেই তারা এগিয়ে আছে।

সাবেক প্রেসিডেন্ট রণসিংহ প্রেমাদাসার ছেলে সাজিথ প্রেমাদাসার নেতৃত্বাধীন এসবিজে এ পর্যন্ত ৩১ আসন পেয়েছে।

জাতিগত তামিল সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী ইলাঙ্কাই তামিল আরাসু কাচ্চি পেয়েছে ৬টি আসন, নিউ ডেমোক্রেটিক ফ্রন্ট ও শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনা পেয়েছে যথাক্রমে ৩টি ও ২টি আসন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে একটি বেলআউট চুক্তির অংশ হিসাবে তার পূর্বসূরি রনিল বিক্রমাসিংহ যে কঠোরতা ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে তাতে জন অসন্তোষ তুঙ্গে ওঠে। এতে সওয়ার হয়ে সেপ্টেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে দিসানায়েক বাজি মাত করেন।

বিদায়ী সংসদে দিসানায়েকের জোটের মাত্র তিনটি আসন ছিল।

আল জাজিরা