স্থানীয়ভাবে তৈরি প্রথম ডাইভিং সাপোর্ট জাহাজ কমিশন করেছে ভারত

স্থানীয়ভাবে তৈরি প্রথম ডাইভিং সাপোর্ট জাহাজ কমিশন করেছে ভারত
আইএনএস নিস্তার। ছবি: সংগৃহীত

ভারত প্রথমবারের মতো দেশীয়ভাবে ডিজাইন করা ও তৈরি ডাইভিং সাপোর্ট ভেসেল কমিশন করেছে। আইএনএস নিস্তার নামে পরিচিত জাহাজটি ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে সার্ভিসে যুক্ত হয়।

হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড (এইচএসএল) এটি নির্মাণ করে। ৮ জুলাই বিশাখাপত্তমে আনুষ্ঠানিকভাবে এটি ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

জাহাজের কমিশনিং অনুষ্ঠানে দেয়া ভাষণে, ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি নিস্তারের অন্তর্ভুক্তিকে “একটি গুরুত্বপূর্ণ অপারেশনাল এনাবলার” হিসাবে উল্লেখ করেন।

তিনি বলেন, নিস্তার ভারতীয় নৌবাহিনীর পাশাপাশি আমাদের আঞ্চলিক অংশীদারদের গুরুত্বপূর্ণ সাবমেরিন রেসকিউ মিশনে সহায়তা দেবে। ফলে ভারত এই অঞ্চলে একটি পছন্দসই সাবমেরিন উদ্ধার অংশীদার হিসেবে আবির্ভূত হবে।

জাহাজটির মোট দৈর্ঘ্য ১১৮ মিটার, ডিসপ্লেসমেন্ট প্রায় ১০,০০০ টন এবং ৩০০ মিটার পর্যন্ত গভীরতায় স্যাচুরেশন ডাইভিং অপারেশন চালাতে পারে। এটি থেকে রিমোট পরিচালিত ভেহিকেল পরিচালনা করা যাবে, যা ১,০০০ মিটার পর্যন্ত গভীরতায় ডুবুরি পর্যবেক্ষণ এবং উদ্ধার অভিযান পরিচালনা করতে পারবে।