সোয়া তিন শ বছরের পুরনো চট্টগ্রামের খ্রিস্টান সমাধিক্ষেত্র

সোয়া তিন শ বছরের পুরনো চট্টগ্রামের খ্রিস্টান সমাধিক্ষেত্র
চট্টগ্রামের চিফ কালেক্টর চার্লস ক্রফটস-এর সমাধির সামনে লেখিকা। ছবি: লেখিকার ফেসবুক

খ্রিস্টান সমাধিক্ষেত্র! চট্টগ্রাম শহরে আমার অন্যতম পছন্দের স্থান, ১৭০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত খ্রিস্টান সমাধিভূমিটি। চট্টগ্রাম শহরের ঐতিহ্য ভ্রমণ কখনই সম্পূর্ন হবে না, যদি কোন ভ্রমণকারী এই স্থান পরিভ্রমণ না করেন।

এই সমাধিক্ষেত্রের অবেলিস্ক সদৃশ্য সমাধিগুলো কি যে মোহনীয় লাগে। অবেলিস্ক আমি প্রথম দেখি ঢাকার বাহাদুর শাহ পার্কে তারপর মিশরে। বাংলাদেশের একমাত্র অবেলিস্ক সেটি । চট্টগ্রাম সমাধিক্ষেত্র ভ্রমণ করার পর, সে তথ্যের সাথে নতুন তথ্য যুক্ত হয়েছে। চট্টগ্রাম সমাধিক্ষেত্রে অবেলিস্ক সদৃশ্য বেশ কয়েকটি অবেলিস্ক রয়েছে। ঢাকার নারিন্দা খ্রিস্টান সমাধিক্ষেত্রেও রয়েছে। উচ্চতায় সেগুলো চট্টগ্রামেরটির মত নয়। সূচালো শীর্ষদেশসহ একটি অবেলিস্ক সমাধি এখনও সুরক্ষিত রয়েছে চট্টগ্রাম সমাধিক্ষেত্রে। সেই সুবাদে বলতেই পারি বাংলাদেশের দ্বিতীয় অবেলিস্ক রয়েছে চট্টগ্রাম খ্রিস্টান সমাধিভূমিতে।

অবেলিস্ক স্থাপনের ধারনাটির জন্ম হয়েছে গ্রিসে। তারপর বিশ্বের বিভিন্ন স্থানে এ ধারণা ছড়িয়ে পরে। মিশর, ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড ও আমেরিকায় অবেলিস্ক স্থাপনের রেওয়াজ রয়েছে সমাধিতে কিংবা শহরের কেন্দ্রে বিশেষ মনুমেন্ট হিসেবে।

প্রায় তিন বছর পর আজ গেলাম সেখানে। সময়ের আবর্তনে শ্রীহীন হচ্ছে সমাধিভূমিটি। ঝোপ, আগাছা, মশা, পোকামাকড়ে পরিপূর্ণ স্থানটি। বৃষ্টিতে বাদুর, সাপ-খোপের উপদ্রব বেড়ে যায় একথা সত্যি কিন্তু কোন স্থান যত্নে থাকলে উপদ্রব অবশ্যই নিয়ন্ত্রণ করা সম্ভব।

সীমানা প্রাচীন ভেংগে গেছে, সেখানে এলাকার আবর্জনার স্থান তৈরী হয়েছে। সমাধিস্থানের মূল ফটক বন্ধ থাকলেও দেয়াল টপকে কেউ কেউ ভেতরে প্রবেশ কর‍তে পারে। সেটি পর্যটকদের জন্য ভীতিকরও বটে। উপরের কথা গুলো কেন বলছি, কাকে বলছি জানি না। তবে যারা এই ঐতিহাসিক স্থান পরিভ্রমণ কর‍তে চায়, তারা যেন নির্ভয়ে কাজটি করতে পারেন, সেই বিষয়ে চট্টগ্রামবাসী নিশ্চয়ই দৃষ্টি দিবেন।

নানা স্থাপত্যরীতির সমাধিগুলো ভীষণ দৃষ্টিনন্দন।শুধু যে নান্দনিক স্থাপত্য রয়েছে এই ভূমিতে এমনটি নয়, অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসও রয়েছে প্রতিটি সমাধির সাথে। যদিও বেশির ভাগ সমাধির এপিটাফ নেই। যেগুলো রয়েছে সেগুলোও পড়া যায় না।

বাংলাদেশের ৬৪ জেলায় খ্রিস্টান সমাধিক্ষেত্র রয়েছে। যেগুলোর বেশির ভাগ বিলুপ্ত আর যে সমাধিভুমি গুলো টিকে রয়েছে, সেখানে টিকে থাকা সমাধির সংখ্যা খুব কম । আমার ভ্রমণ অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি চট্টগ্রামের সমাধিক্ষেত্রে টিকে থাকা সমাধির সংখ্যা সব থেকে বেশি।

আমার পেছনের সমাধিটি চট্টগ্রামের চিফ কালেক্টর চার্লস ক্রফটস এর। তিনি মৃত্যুবরণ করেন ১৭৮৬ খ্রিস্টাব্দে। তিনি ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এর ঘনিষ্ঠ বন্ধু ও বেংগল বোর্ড অব রেভিনিউ এর সদস্য।

গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক এই সমাধিক্ষেত্রের যত্ন ও সংরক্ষণ প্রয়োজন।

[ফেসবুক টাইমলাইন থেকে]