সমুদ্রে নজরদারির জন্য তুরস্ক থেকে ড্রোন কিনেছে মালদ্বীপ

সমুদ্রে নজরদারির জন্য তুরস্ক থেকে ড্রোন কিনেছে মালদ্বীপ
মালদ্বীপের প্রথম তিনটি বায়রাকতার টিবি২ ড্রোনগুলোর একটি। ছবি: সংগৃহীত

সামুদ্রিক এলাকায় নজরদারির জন্য নতুন এয়ার কোর গঠন এবং এই বাহিনীর জন্য বেশ কিছু তুর্কি-নির্মিত বায়রাকতার টিবি২ ড্রোন কিনেছে মালদ্বীপ।

গত মার্চে নুনু অ্যাটলের মাফারু আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠানিকভাবে এ ধরনের তিনটি ড্রোন উদ্বোধন করা হয় এবং একই দিন সন্ধ্যায় একটি ড্রোন ঘাঁটি থেকে একটি প্রথম টহল পরিচালনা করে।

এ ধরনের কয়টি ড্রোন কেনা হয়েছে সে বিষয়ে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ) কিছু না বললেও তুর্কি মিডিয়া সূত্র জানিয়েছে সংখ্যাটি ছয় হতে পারে। এগুলো কিনতে মালদ্বীপ সরকারকে ৩৭ মিলিয়ন ডলার ব্যয় করতে হয়।

প্রথম মালদ্বীপের ড্রোন অপারেটরদের দুটি ব্যাচ বছরের শুরুর দিকে তুরস্কে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসে।

বিশ্বের ৩৩টি দেশ বায়রাকতার টিবি২ ব্যবহার করছে। এর নির্মাতা বায়কার ২০২৩ সালে রেকর্ড পরিমাণ ১.৭৬ বিলিয়ন ডলারের ড্রোন রপ্তানি ঘোষণা করে।

ভারত থেকে ২৩০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে মালদ্বীপ অবস্থিত এবং এর এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চলের আয়তন ৯৭৪,০০০ বর্গ কি.মি.। পাঁচটি প্রধান আন্তর্জাতিক শিপিং লেন দেশটির পাশ দিয়ে অতিক্রম করেছে।

ডিফেন্স নিউজ থেকে অনুবাদ