শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনীর ৩,৫০০ পলাতক সদস্য গ্রেফতার

শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনীর ৩,৫০০ পলাতক সদস্য গ্রেফতার

আইনি ছাড়পত্র পাওয়ার আগেই চাকরি ছেড়ে চলে যাওয়া শ্রীলঙ্কা সশস্ত্র বাহিনীর সাড়ে তিন হাজারের বেশি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, গত ২২ ফেব্রুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত পরিচালিত অভিযানে শ্রীলঙ্কা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর মোট ৩,৫০৪ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ২,৯৩৭ জন সেনাবাহিনীর, ২৮৯ জন নৌবাহিনীর এবং ২৭৮ জন বিমান বাহিনীর সদস্য।

মন্ত্রণালয় আরও জানায়, গত বছর এ ব্যাপারে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলেও এরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেনি। সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পর এদের আটক করার জন্য ২২ ফেব্রুয়ারি থেকে সারা দেশে অভিযান শুরু হয়।