মস্কোতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ‘হেল’ ইউক্রেন বাহিনীকে হস্তান্তর

মস্কোতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ‘হেল’ ইউক্রেন বাহিনীকে হস্তান্তর
ভিডিও থেকে নেয়া হেল ক্ষেপনাস্ত্রের ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আনুষ্ঠানিকভাবে দেশটির সশস্ত্র বাহিনীর কাছে দেশীয়ভাবে নির্মিত অত্যাধুনিক দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পেকলো (হেল) এর প্রথম ব্যাচ হস্তান্তর করেছেন।

প্রেসিডেন্ট ৬ ডিসেম্বর তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এই খবর দিয়ে বলেন যে ক্ষেপণাস্ত্রটি মস্কোতে আঘাত হানতে সক্ষম। এটি এখন পুরোদমে উত্পাদন শুরু হয়েছে এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।

তিনি বলেন, “পেকলো’ (হেল) ড্রোন-মিসাইলের কার্যকারিতা প্রমাণিত এবং এটি আমাদের ইউক্রেনীয় অস্ত্র। আজ, প্রথম ব্যাচ আমাদের প্রতিরক্ষা বাহিনীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। মিশন এখন উত্পাদন এবং টার্গেট ঠিক করা “।

টার্বোজেট-চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের কার্যকারিতার বৈশিষ্ট্য প্রকাশ করেননি জেলেনস্কি। তবে প্রতিরক্ষা বাহিনীর সাথে যুক্ত ইউক্রেনীয় মিডিয়া উল্লেখ করেছে যে এটি ঘন্টায় ৭০০ কিলোমিটার৭০০ কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে পারে।

 

জেনস