রাখাইন রাজ্যে জান্তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কমান্ড হেডকোয়ার্টার্সের পতন

রাখাইন রাজ্যে জান্তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কমান্ড হেডকোয়ার্টার্সের পতন
ড্রোন থেকে তোলা পশ্চিমাঞ্চলীয় কমান্ড সদর দফতরের ছবি। ছবি: এএ ইনফো ডেস্ক

আরাকান আর্মি (এএ) দুই মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাওয়ার পর শুক্রবার রাখাইন রাজ্যের অ্যান শহরে সরকারের ওয়েস্টার্ন হেডকোয়ার্টার্স দখল করে নিয়েছে।

রাখাইন রাজ্যে এটা জান্তার দ্বিতীয় শক্তিশালী ঘাঁটি।  আগস্টের শুরুতে উত্তর শান রাজ্যের রাজধানী লাশিওতে ১৪-দলীয় বিরোধী জোট ব্রাদারহুড অ্যালায়েন্সের উত্তর-পূর্বাঞ্চলীয় কমান্ড দখলের পর এএ এই সাফল্য পেল। অ্যালায়েন্সের অন্যতম সদস্য এএ।

অ্যান দখলের কারণে রাজ্যের ম্যাগওয়ে অঞ্চলের উপর হামলা চালানো এএ’র জন্য সহজ হয়ে যাবে।

এএ-এর মুখপাত্র খাইং থুখা সংবাদ মাধ্যমকে জানান, রাখাইনে জান্তা সরকারের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থাউং তুন এবং চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল কিয়াও কিয়াও থানকে আটক করা হয়েছে।

তবে জান্তা বাহিনী বিমান হামলা চালিয়ে যাচ্ছে অব্যাহত রয়েছে এবং সরকারি বাহিনীর অনেক সেনা ঘাঁটি থেকে পালিয়ে গেছে।

খাইং থুখা বলেন, “জান্তার যুদ্ধবিমান ওই এলাকায় বোমা বর্ষণ করছে। আমাদের সৈন্যরা পলায়নরত সরকারি সৈন্যদের তাড়া করছে।”

অনেক সরকারি সৈন্য তাদের পরিবারের সদস্যদের নিয়ে এএ-এর কাছে আত্মসমর্পণ করেছে। এএ’র একটি ভিডিওতে দেখা যায় যে বিপুল সংখ্যক সরকারি সৈন্য সাদা পতাকা হাতে আত্মসমর্পণের জন্য আসছে। ড্রোন দিয়ে তোলা একটি ভিডিওতে সরকারি বাহিনীর সদর দপ্তরে আগুন জ্বলতে দেখা যায়।

এএ গত বছরের নভেম্বরে রাখাইন রাজ্যে হামলা শুরু করে এবং তখন থেকে রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে ১২টি এবং প্রতিবেশী চিন রাজ্যের পালেতওয়া টাউনশিপ দখল করেছে।

রাখাইন রাজ্যের গওয়া শহরে লড়াই চলছে।

দি ইরাবতী