এক মাস পরিস্থিতি শান্ত থাকার পর, রাখাইন রাজ্য এবং আয়েয়ারওয়াদি অঞ্চলের সীমান্তবর্তী নাগাথাইংচাউং উপ-শহরে জান্তা সেনা এবং আরাকান আর্মির (এএ) মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে।
ফেব্রুয়ারি থেকে নাগাথাইংচাউং-এর মায়াউক সান গ্রামে অবস্থিত জান্তার আর্টিলারি ব্যাটালিয়ন ৩৪৪-এর উপর আক্রমণ চালিয়ে আসছিল এএ। জুনের শেষের দিকে পরিস্থিতি শান্ত হয়।
আর্টিলারি ব্যাটালিয়ন ৩৪৪-এর কাছে বসবাসকারী একজন স্থানীয় জানান, গত বুধবার থেকে আবারও সংঘর্ষ শুরু হয়েছে।
তিনি বলেন, এএ-র সৈন্যরা আর্টিলারি ব্যাটালিয়নের খুব কাছে পৌছে গেছে। বেশ কিছুদিন ধরে সংঘর্ষ হয়নি। আমি ছোট অস্ত্রের শব্দ শুনতে পেয়েছি। সারাদিন লড়াই চলেছে।
স্থানীয়রা আরও দুটি স্থানে সংঘর্ষের খবর জানিয়েছেন – আর্টিলারি ব্যাটালিয়ন ৩৪৪ থেকে প্রায় ৯.৬ কিলোমিটার দূরে লেমিয়েথনা টাউনশিপের সেট সেট ইয়ো গ্রামের কাছে এবং আর্টিলারি ব্যাটালিয়ন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে থায়েটপিঙ্গিসু গ্রামের কাছে।
ইয়েকি টাউনশিপের একটি সূত্র জানিয়েছে যে ইয়োমা পর্বতমালা থেকে এএ সৈন্যদের কয়েকটি দল নেমে এসেছে। তারা লেমিয়েথনা, ইয়েন থাবিউ [লেমিয়েথনা থেকে প্রায় ১০ মিনিটের দক্ষিণে] এবং আর্টিলারি ব্যাটালিয়ন ৩৪৪-এর দিকে অগ্রসর হচ্ছে।
এএ সৈন্যরা সেট সেট ইয়োতে জান্তা অবস্থান দখল করেছে বলেও অসমর্থিত সূত্রে জানা গেছে।
এএ মে এবং জুন মাসে আর্টিলারি ব্যাটালিয়ন ৩৪৪-এর পাহারায় থাকা বেশ কয়েকটি জান্তা আউটপোস্ট দখল করেছে। ফলে সরকারকে আর্টিলারি ব্যাটালিয়ন ৩৪৪ থেকে কিয়োনেপিয়াও-র ৩৬-এর পদাতিক ব্যাটালিয়নে কিছু কামান স্থানান্তর করতে হয়।
দ্য ইরাবতী