রাখাইনে আরাকান আর্মির আরেকটি শহর দখল, লড়াই অব্যাহত

রাখাইনে আরাকান আর্মির আরেকটি শহর দখল, লড়াই অব্যাহত
গত ফেব্রুয়ারিতে রাখাইন রাজ্যের মিনবিয়া টাউনশিপে বেশ কয়েকটি সরকারি ব্যাটালিয়ন দখলের সময় আটক করা যানবাহন, অস্ত্র ও গোলাবারুদ, ছবি: ফাইল

জাতিগত আরাকান আর্মি (এএ) বৃহস্পতিবার বলেছে যে তারা ১৭ দিনের যুদ্ধের পর গত ২৪ নভেম্বর দক্ষিণ রাখাইন রাজ্যের তাংআপ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে।

এএ ৪নভেম্বর এই আক্রমণ অভিযান শুরু করে এবং ২০ নভেম্বর পর্যন্ত শহরের ভিতরে এবং বাইরে কয়েক ডজন সরকারি ঘাঁটি দখল করে।

বৃহস্পতিবার, এএ সৈন্যরা শহরের বাইরে লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের ৩৪৬ জনকে বন্দী করে, ১০ জন জান্তা সেনা সাদা পতাকা উত্তোলনের পর অস্ত্রের একটি চালানা জব্দ করা হয়েছে।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, শহরের বাইরে জান্তার ৫ নং সামরিক অপারেশন কমান্ড এবং অবশিষ্ট লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৫৪৪ সঙ্গে তীব্র যুদ্ধ চলছে।

আক্রমণ শুরু করার আগে, এএ তাংআপ শহর ঘিরে ফেলে, সামরিক ট্রাফিকের সমস্ত প্রবেশ পথ অবরুদ্ধ করে এবং অধিকাংশ বাসিন্দাকে সরিয়ে নেয়।

যুদ্ধরত শাসক বাহিনী শহরে বাড়িঘর লুট করে এবং জান্তা বিমান হামলায় কিছু বাড়ি ধ্বংস হয়েছে বলে এএ জানিয়েছে। এএ সৈন্যরা মিছিল করার সময় বেশ কয়েকজন লুটেরাকে আটক করে।

দি ইরাবতী