আমেরিকার নিরাপত্তা এজেন্সিগুলো বলেছে, সেদেশের আকাশে দেখতে পাওয়া রহস্যজনক ড্রোনগুলো জাতীয় ও জননিরাপত্তার জন্য কোন হুমকি নয়।
প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের আকাশে দৃশ্যমান ড্রোনের উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, খারাপ কিছু দেখছি না, অনেক ড্রোন অনুমোদিত আছে। আমরা বিষয়টা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত বিপদের কিছু দেখছি না।
আমেরিকার উত্তর-পূর্ব রাজ্যগুলোর অধিবাসীরা কয়েক সপ্তাহ ধরে সেখানকার আকাশে অজানা ড্রোন দেখার কথা বলছে। যা সেখানকার মানুষের মধ্যে চিন্তার উদ্রেক করেছে।
আমরা এখন পর্যন্ত খারাপ কিছু চিহ্নিত করতে পারিনি, এখন পর্যন্ত নিউ জার্সি এবং উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যগুলোর আকাশে জাতীয় ও জননিরাপত্তার জন্য হুমকির মত কোন কিছু দেখতে পাইনি, এক যৌথ বিবৃতিতে বলেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, এফবিআই এবং ফেডারেল এভিয়েশন প্রশাসন।
”প্রযুক্তিগত তথ্য যাচাই করে এবং সংশ্লিষ্ট মানুষদের সাথে কথা বলে আমরা যা বুঝতে পেরেছি তা হল: ঐ অঞ্চলের আকাশে যেসব ড্রোন দেখা গেছে সেগুলো বাণিজ্যিক ড্রোন, আইন শৃংখলা বাহিনীর ড্রোন এবংং শখের ড্রোন। এমনকি আকাশের তারাকেও ভুলভাবে সেখানে ড্রোন বলে মনে করা হয়েছে।”
এর আগে বিদেশী সম্পৃক্ততা বিশেষ করে ইরান ও চীনের সম্পৃক্তার ব্যাপারটি মার্কিন প্রশাসন অস্বীকার করেছে। যদিও নিউ ইয়র্ক, নিউ জার্সি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ার আকাশে উড়া অজানা ড্রোনের ভিডিও ফুটেজ সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
এএফপি