যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ার প্রবীণ গণমাধ্যম ব্যক্তিত্ব গ্রেপ্তার

যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ার প্রবীণ গণমাধ্যম ব্যক্তিত্ব গ্রেপ্তার
অস্ট্রেলিয়ার প্রবীণগণমাধ্যম ব্যক্তিত্ব  অ্যালেন জোনস, ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার প্রবীণ গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাবেক রাগবি প্রশিক্ষক অ্যালেন জোনসকে গ্রেপ্তার করা হয়েছে। দুই দশক ধরে চলা বিভিন্ন যৌন নিপীড়নের অভিযোগ তদন্তের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

অ্যালেন জোনসের বয়স ৮৩ বছর। ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময় থেকে তিনি গণমাধ্যমের সঙ্গে জড়িত। সিডনির রেডিও স্টেশন ২জিবি ও ২ইউই এবং টেলিভিশন নেটওয়ার্ক স্কাই নিউজে বিভিন্ন জনপ্রিয় শো করেছেন অ্যালেন।

অ্যালেন তাঁর রক্ষণশীল দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। গত বছরের নভেম্বরে তিনি সর্বশেষ মাইক্রোফোনের সামনে বসেছিলেন। ওই সময় এডিএইচ টিভি নামের একটি সংবাদভিত্তিক টেলিভিশনে শো করেন অ্যালেন। ২০২১ সালের শেষ দিকে স্কাই নিউজ ছাড়ার পর তিনি ওই টিভিতে যোগ দিয়েছিলেন।

বেতার মাধ্যমে আসার আগে তিনি শিক্ষকতা পেশায় ছিলেন। এরপর রাজনীতিতে আসেন। ১৯৭০-৮০–এর দশকে অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী ম্যালকম ফ্রেজারের উপদেষ্টা ও বক্তৃতা লেখক হিসেবে কাজ করেন।

১৯৮৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত অ্যালেন জোনস অস্ট্রেলিয়ার পুরুষ রাগবি ইউনিয়ন দলের প্রধান প্রশিক্ষণ ছিলেন। তাঁর অধীন দলটি ১০২টি ম্যাচ খেলে ৮৬টি জয় ছিনিয়ে এনেছিল। তাঁর সময় দলটি যুক্তরাজ্য, স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ‘গ্র্যান্ড স্লাম’ জিতেছিল।

এক বিবৃতিতে আজ নিউ সাউথ ওয়েলসের পুলিশ বলেছে, শিশু নির্যাতন দমনে নিবেদিত একটি গোয়েন্দা দল সিডনির শহরতলি সার্কুলার কোয়ের একটি বাড়ি থেকে অ্যালেন জোনসকে গ্রেপ্তার করে। ২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিপীড়ন ও যৌন স্পর্শের ঘটনাগুলোর অভিযোগ তদন্তে গত মার্চে একটি দল গঠন করা হয়েছিল। এর সাত মাস পর অ্যালেন জোনসকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ গ্রেপ্তার করা ব্যক্তির নাম উল্লেখ করেনি।

নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার ক্যারেন ওয়েব এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অত্যন্ত জটিল ও দীর্ঘ’ তদন্তের পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে নিপীড়ন ও অসংগত স্পর্শের অভিযোগ অস্বীকার করেন অ্যালেন জোনস। এর আগে সিডনি মর্নিং হেরাল্ডে একটি তদন্তের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছিল। এতে দাবি করা হয় যে তিনি তাঁর অবস্থানের অপব্যবহার করে তরুণদের নিশানা করতেন।

ডিসেম্বরে দেওয়া এক বিবৃতিতে অ্যালেনের আইনজীবী এই অভিযোগকে কলঙ্কজনক, চরম আপত্তিকর ও গুরুতরভাবে মানহানিকর বলে বর্ণনা করেছিলেন।