কাচিন রাজ্যে জান্তার সেনাঘাঁটি দখল করেছে কেআইএ

কাচিন রাজ্যে জান্তার সেনাঘাঁটি দখল করেছে কেআইএ

কাচিন রাজ্যের ভামো শহরে জান্তার একটি শক্তিশালী ঘাঁটি  দখল করেছে কাচিন ইনডিপেনডেন্স আর্মি (কেআইএ)। কাচির মিডিয়ার খবরে এ কথা বলা হয়।

কেআইএ বুধবার ভামো এবং নিকটবর্তী মানসি শহরে সরকারি অবস্থানে একযোগে হামলা চালায়।

শুক্রবার জান্তার সেনা অপারেশন কমান্ড ২১ এবং ভামোতে একটি গলফ কোর্সের আশেপাশে সংঘর্ষ অব্যাহত ছিল, যুদ্ধের পর্যবেক্ষণকারী ব্যানমাউ স্কাউট দল এ খবর দিয়েছে।

গ্রুপটি  জানায়, “প্রতিরোধ বাহিনী শহরের শাসন ঘাঁটি এবং সরকারি অফিস দখল করে নিয়েছে।”

ভামো শহরের অনেক বাসিন্দা আটকা পড়েছে।

কাচিন মিডিয়া জানায়, ভামো শহরের উপর জান্তার বিমান হামলা প্রতিরোধ বাহিনীকে হামলা চালাতে বাধ্য করে।

কেআইএ সূত্রের বরাত দিয়ে সেভেনটি-ফোর মিডিয়া গ্রুপ জানায়, যে পদাতিক ব্যাটালিয়ন ২৩৬ ঘাঁটি এবং শহরের কম্পিউটার ইউনিভার্সিটির কাছে সরকারি বাহিনীর ঘাঁটি দখল করেছে কেআইএ।

বুধবার ভামো যুদ্ধের সময় পদাতিক ব্যাটালিয়ন ৩৭ সদর দফতরকে রক্ষা করার জন্য লড়াইরত সরকারি সেনাদের দুটি দলকে কেআইএ সৈন্যরা হটিয়ে দেয়। এ সময় দুটি ট্যাঙ্ক ধ্বংস এবং বিস্ফোরণে ২০ জনের মতো বেসামরিক লোক নিহত হয়।

জান্তা বাহিনীর উপর হামলা বন্ধ করার জন্য চীনের চাপ সত্ত্বেও, কেআইএ ও সহযোগী বাহিনীগুলো সম্প্রতি কাচিন রাজ্য বিশেষ অঞ্চল ১-এর পাঁচটি টাউনশিপের চারটির নিয়ন্ত্রণ নিয়েছে। এগুলোর কয়েকটি চীনা সীমান্তের কাছে।

দি ইরাবতী