রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইংইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান।
করিম খান জানান, ‘বিস্তৃত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত’ শেষে তার কার্যালয় এই সিদ্ধান্তে পৌঁছেছে, ‘রোহিঙ্গাদের গণনির্বাসন ও নিপীড়নের মতো মানবতাবিরোধী অপরাধের পেছনে’ মিয়ানমারের জান্তা প্রধানের অপরাধমূলক দায় রয়েছে।
প্রধান কৌঁসুলির আবেদনের পর এখন আইসিসির তিন বিচারকের একটি প্যানেল রুল জারি করবেন বলে জানিয়েছে প্রসিকিউটরের কার্যালয়। শিগগির আরও কয়েকটি গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হবে বলে জানিয়েছেন তারা।
জেনারেল মিন অং হ্লাইং ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করেন। বর্তমানে তিনি দেশটির জান্তা সরকারের প্রধানের ভূমিকায় রয়েছেন।
যুক্তরাজ্যভিত্তিক বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের সভাপতি এবং রোহিঙ্গা অধিকারকর্মী তুন কিন এই আবেদনকে ‘বিচারের পথে একটি বিশাল অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেছেন।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের কারণে সাত লাখেরও বেশি রোহিঙ্গা তাদের ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। জাতিসংঘের তদন্তে একে ‘গণহত্যার উদ্দেশ্যে পরিচালিত’ অভিযান বলে উল্লেখ করা হয়।
বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা গণধর্ষণ, হত্যাকাণ্ড এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ভয়াবহ বর্ণনা দিয়েছে। ২০১৬ এবং ২০১৭ সালের সহিংসতার ঘটনা নিয়ে পাঁচ বছর ধরে তদন্ত চালিয়ে আসছে আইসিসি।
মিয়ানমার শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে এসেছে।