ভুটান: ভারত সীমান্তে চলাচল সমস্যা নিয়ে এমপি’র ক্ষোভ

ভুটান: ভারত সীমান্তে চলাচল সমস্যা নিয়ে এমপি’র ক্ষোভ

ভারী যানবাহনের জন্য টোল ফি থেকে শুরু করে এফএএস টিএজি সিস্টেমের সাথে প্রযুক্তিগত ত্রুটি এবং সীমান্ত এলাকায় কারফিউসহ ভুটানের দক্ষিণ সীমান্ত দিয়ে যাতায়াত ক্রমশ কঠিন হয়ে উঠেছে।

জৈবিক করিডোর এবং সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত লামোইজিংখা সীমান্ত গেট দিয়ে সন্ধ্যা ৬টার পর চলাচল নিষিদ্ধ।

সম্প্রতি ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনের সময় এই সমস্যাগুলো তুলে ধরে এনগাংলামের সংসদ সদস্য ল্যামড্রা ওয়াংদি তা নিরসনের জন্য স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

“ভ্রমণকারীদের এ পথে চলতে ৪,০০০ থেকে ৫,০০০ টাকা ট্যাক্স দিতে হয়।

লিওনপো নয়াদিল্লিতে রয়্যাল ভুটানি দূতাবাসকে এই সমস্যাগুলো সমাধানের জন্য ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের (এনএইচএআই) সাথে একটি বৈঠকের প্রস্তাব দেন।

কুয়েনসেল