ভারত সমর্থিত প্রক্সি ও সন্ত্রাসবাদ মোকাবিলা করা হবে: পাকিস্তান সেনাপ্রধান

ভারত সমর্থিত প্রক্সি ও সন্ত্রাসবাদ মোকাবিলা করা হবে: পাকিস্তান সেনাপ্রধান
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির বলেছেন, ভারত সমর্থিত প্রক্সি এবং সন্ত্রাসবাদীরা- যেমন ফিতনা আল-হিন্দুস্তান এবং ফিতনা আল-খাওয়ারিজ বেলুচিস্তানে জনগণের বিরুদ্ধে এবং উন্নয়নবিরোধী এজেন্ডা ছড়াচ্ছে। সহিংসতা চালানোর খারাপ উদ্দেশ্য আছে তাদের। মঙ্গলবার তিনি ১৭তম ন্যাশনাল ওয়ার্কশপ বেলুচিস্তান-এ অংশগ্রহণকারীদের সঙ্গে আলাপকালে বলেন, এই সন্ত্রাসীদের ধরার এবং প্রদেশটিকে এই বিপদমুক্ত করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

মার্শাল মুনির আরও উল্লেখ করেন, বেলুচিস্তান পাকিস্তানের গর্ব, যা তার সফল, শক্তিশালী এবং দেশভক্ত জনগণ দ্বারা সমৃদ্ধ। তিনি কেন্দ্র ও প্রাদেশিক সরকারের উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন। তিনি সিভিল সোসাইটির, বিশেষত যুব সমাজকে সংযুক্ত ও ক্ষমতায়িত করার ইতিবাচক ভূমিকার কথাও তুলে ধরেন। বলেন যে, তারা দীর্ঘমেয়াদি স্থায়ী উন্নয়ন ও রাজনৈতিক স্বার্থান্বেষী এজেন্ডা প্রতিরোধে গুরুত্বপূর্ণ।

সেনাপ্রধান আরও সতর্ক করেন, পাকিস্তান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায়। তবে দেশের সীমান্ত অখণ্ডতা লঙ্ঘন করা হলে, সরাসরি বা পরোক্ষভাবে, সক্রিয় ও কঠোর পদক্ষেপ নেয়া হবে।

ওয়ার্কশপের শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে তার একটি খোলামেলা প্রশ্নোত্তর পর্ব হয়। খাইবার পখতুনখোয়া এবং বেলুচিস্তান, যা আফগানিস্তানের সঙ্গে ঝুঁকিপূর্ণ সীমান্ত শেয়ার করে, সেখানে সন্ত্রাসবাদী ঘটনার মূল কেন্দ্রবিন্দু। দেশব্যাপী মোট সহিংসতার ৯৬ ভাগের বেশি এখানেই হয়েছে।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ-এর রিপোর্ট অনুযায়ী, বেলুচিস্তানেই মোট সহিংসতাসংক্রান্ত মৃত্যুর প্রায় ২৫ ভাগএবং ঘটনার ৮৫টি রেকর্ড করা হয়েছে।

জিও নিউজ