ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) পাহাড়ি এলাকায় নিজেদের তৈরি ‘জোরোয়ার’ নামে পরিচিত লাইট ট্যাঙ্কের (ইন্ডিয়ান লাইট ট্যাঙ্ক-আইএলটি) পরীক্ষামূলক মহড়া চালিয়েছে।
ভারতের উত্তরাঞ্চলীয় কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের উচ্চভূমিতে গত ১২ ডিসেম্বর এই পরীক্ষা চালানো হয় বলে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) জানিয়েছে।
আইএলটি ৪,২০০ মিটারেরও বেশি উচ্চতায় বিভিন্ন রেঞ্জে গোলাবর্ষণ করে একটি বড় মাইলফলক অর্জন করেছে বলে এমওডি জানায়।
ট্যাঙ্কটি অব্যাহতভাবে নিখুঁত ফলাফল দিয়েছে বলে এমওডি’র প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে এতে পরীক্ষার প্যারামিটার ও ফলাফল সম্পর্কিত বাড়তি কোন তথ্য প্রদান করা হয়নি।
এমওডি আরও জানায়, বিমানের মাধ্যমে আইএলটি পরিবহনের সামর্থ্য প্রমাণ করেছে ভারতীয় বিমান বাহিনী। বিমানে করে এই ট্যাংক ট্রায়াল লোকেশনে নিয়ে যাওয়া হয়। ফলে দূরবর্তী যেসব এলাকায় সড়ক বা রেলের মাধ্যমে যাতায়াত কঠিন সেখানে বিমানে পরিবহনের মাধ্যমে দ্রুত আইএলটি মোতায়েন করা সম্ভব হবে।
এবার এইএলটি’র দ্বিতীয় দফা পরীক্ষা চালানো হয়। গত সেপ্টেম্বরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের মরুভূমিতে প্রথম দফা পরীক্ষা চালানো হয়।
সেনাবাহিনীকে সরবরাহের আগে আরো কয়েক দফা পরীক্ষা চালাতে হবে বলে এমওডি উল্লেখ করে।
২০২৭ সালের দিকে ট্যাঙ্কগুলো সেনাবাহিনীকে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।
জেনস থেকে অনুবাদ