এবার বিনাযুদ্ধে একটি জাগুয়ার জঙ্গিবিমান ও দুই পাইলটকে হারিয়েছে ভারত। বুধবার (৯ জুলাই) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। রাজস্তানের ভানোদা গ্রামের কাছে একট কৃষিক্ষেতে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যায়। চলতি বছর এটা তৃতীয় জাগুয়ার দুর্ঘটনা।
ইন্ডিয়ান এয়ার ফোর্স (আইএএফ) এক বিবৃতিতে জানায়, রুটিন প্রশিক্ষণে থাকালে জঙ্গিবিমানটি দুর্ঘটনার শিকার হয়। এতে জনসাধারণের কোন ক্ষতি হয়নি। দুর্ঘটনার জন্য কারিগরি ত্রুটিকে দায়ি করা হয়েছে।
নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার লোকেন্দ্র এবং ফ্লাইট লে: ঋষি। দুর্ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ভারতীয় বিমান বাহিনীতে দুর্ঘটনা কোন নতুন খরব নয়। দেশটির প্রশিক্ষণ জেটগুলোকে উপহাস করে ‘ফ্লাইং কফিন’ নামে ডাকা হয়। গত মার্চে হরিয়ানার আম্বালায় আরেকটি জাগুয়ার বিধ্বস্ত হয়। তবে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু এপ্রিলে জামনগরের কাছে আরেকটি জাগুয়ার দুর্ঘটনায় পাইলট নিহত হন।
ইঙ্গ-ফরাসী কোম্পানির তৈরি জাগুয়ারগুলো ১৯৭০-এর দশকের শেষ দিকে আইএএফ-এ সংযুক্ত করা হয়। বর্তমানে দেশটির ৬ স্কোয়াড্রন জাগুয়ার রয়েছে এবং ভারতই বিশ্বে একমাত্র দেশ যারা এই টুইন ইঞ্জিন জেটটি ব্যবহার করে।