বাংলাদেশ সীমান্তে ল্যান্ড মাইন: পালাতে গিয়ে জান্তা কমান্ডার নিহত

বাংলাদেশ সীমান্তে ল্যান্ড মাইন: পালাতে গিয়ে জান্তা কমান্ডার নিহত

বাংলাদেশ সীমান্তের কাছে ল্যান্ড মাইনের বিস্ফোরণে মিয়ানমারের সরকারির বাহিনীর ২২ লাইট ইনফেনট্রি ডিভিশনের এ্যাক্টিং কমান্ডার কর্নেল অং নায়ে মায়ো নিহত হয়েছেন। আরাকান আর্মির (এএ) হাত থেকে পালাতে গিয়ে তিনি নিহত হন বলে দাবি করা হয়েছে।

গত ৫ ডিসেম্বর বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের মংডু টাউনশিপের নিরাপত্তায় থাকা বর্ডার গার্ড পুলিশের ৫ নং ব্যাটালিয়ন দখল করে এএ। এসময় কর্নেল মায়োর নেতৃত্বাধীন বাহিনী দ্বিগবিদিক পালাতে থাকে।

মংডু পতনের ৯ দিন পর মঙ্গলবার শোয়েজার গ্রামের একটি চিংড়ি ঘের থেকে কর্নেল মায়োর লাশ উদ্ধার করা হয় বলে এএ দাবি করে।

এএ জানায়, স্থানীয় রোহিঙ্গা মুসলিমদের সহায়তায় তিনি বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু বর্ডার গার্ডের পাতা মাইনের বিস্ফোরণে তিনি নিহত হন।

তার সঙ্গে থাকা প্রায় ৮ কোটি কিয়াত (বার্মিজ মুদ্রা) মূল্যের স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে এএ।

এএ বর্তমানে বাংলাদেশের সঙ্গে ২৭০ কি.মি. দীর্ঘ মিয়ানমার সীমান্তের প্রায় পুরোটা নিয়ন্ত্রণ করছে।

 

দি ইরাবতী থেকে অনুবাদ