বগুড়ায় দূরপাল্লার বিমান প্রতিরক্ষা রাডার স্থাপন

বগুড়ায় দূরপাল্লার বিমান প্রতিরক্ষা রাডার স্থাপন
বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি ফ্রান্স থেকে জিএম-৪০৩ এম দূরপাল্লার বিমান প্রতিরক্ষা রাডার কিনেছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনী বুধবার (১৮ জুন) দেশের উত্তরাঞ্চলীয় জেলা বগুড়ায় একটি অত্যাধুনিক দূরপাল্লার বিমান প্রতিরক্ষা রাডার স্থাপন করেছে। এটি দেশে স্থাপিত এ ধরনের দ্বিতীয় রাডার। সম্প্রতি ফ্রান্স থেকে ’জিএম-৪০৩ এম’ সাংকেতিক নামের এই রাডার কেনা হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এই র‌াডারটি উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এয়ার চিফ বলেন, বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধোপকরণ সংযোজন চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় আকাশ প্রতিরক্ষা র‌্যাডারটি আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ এই অঙ্গীকারে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী।

নতুন র‌াডারটি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া, অত্যাধুনিক এ র‌াডারটি বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।