ফেসবুক কমিউনিটি: ফরিদপুর বার্ড ক্লাব

ফেসবুক কমিউনিটি: ফরিদপুর বার্ড ক্লাব

মেটে মেছোপ্যাঁচা • Buffy Fish Owl

Binomial Name: Ketupa ketupu

দেখতে হুবহু হুতুম প্যাঁচার মতো মনে হবে শুধু কপালের ভ্রূ সাদা দেখে তাকে আলাদা করতে হয়। মেটে মেছোপ্যাঁচা বাংলাদেশের বিরল আবাসিক পাখি।

বাংলাদেশে সুন্দরবন ছাড়া আর কোথাও দেখার রেকর্ড নেই। স্বভাবে লাজুক পাখিটি অন্যসব প্যাঁচাদের মতো দিনের বেলায় গাছপালার আড়ালে লুকিয়ে থাকে। বাদাবনই এদের প্রিয় বিচরণস্থল। চুপচাপ কোথাও বসে থেকে এরা পানিতে বা কাদায় শিকার খোঁজে। পছন্দের খাবার মাছ হলেও পোকা, ব্যাঙ, সরীসৃপ, খুদে স্তন্যপায়ী এবং বাদুড়ও খায়। ভোর, গোধূলি ও পূর্ণিমা রাতে এরা বেশি কর্মতৎপর থাকে।

সূত্র: Faridpur Bird Club, FBC