পাকিস্তানি সাবমেরিন ঠেকাতে ভারতের ‘আইএনএস আর্নালা’ কমিশন

পাকিস্তানি সাবমেরিন ঠেকাতে ভারতের ‘আইএনএস আর্নালা’ কমিশন

ভারত মহাসাগরে পাকিস্তানের ক্রমবর্ধমান সাবমেরিন বহর মোকাবেলার জন্য মরিয়া ভারতীয় নৌবাহিনী প্রথম দেশীয়ভাবে তৈরি অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট (এএসডব্লিউ-এসডব্লিউসি) ‘আইএনএস আর্নালা’ কমিশন করেছে।

১৮ জুন, বিশাখাপত্তমে নৌবাহিনীর ডকইয়ার্ডে প্রতিরক্ষা বাহিনী প্রধান জেনারেল অনিল চৌহান ৭৭ মিটার দীর্ঘ এই যুদ্ধজাহাজ কমিশন করেন। আরব সাগরের মতো অগভীর জলে সাবমেরিন হুমকি মোকাবেলার জন্য এটি নির্মাণ করা হয়।

পাকিস্তানের সাথে ক্রমবর্ধমান সামুদ্রিক উত্তেজনার মধ্যে ভারতীয় নৌবাহিনীর বহরে ‘আইএনএস আর্নালা’ যুক্ত হলো।

পাকিস্তানের এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন (এআইপি) চালিত ফ্রান্সের অগাস্টা-৯০বি এবং চীনের উন্নত হ্যাঙ্গর-শ্রেণীর সাবমেরিন সাগরতলে ভারতের আধিপত্য বিস্তারের পথে ক্রমেই শক্তিশালী বাধা হিসেবে আবির্ভুত হয়েছে।

ভারতীয় গোয়েন্দা প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে পাকিস্তানি সাবমেরিনগুলো ভারতের অগভীর উপকূলীয় অঞ্চলে প্রবেশ করে ভারতের নৌঘাঁটি, বাণিজ্য বন্দর এবং তীরের কাছাকাছি তৎপর ক্যারিয়ার ব্যাটল গ্রুপকে টর্পেডো হামলার লক্ষ্যবস্তু বানাতে পারে।

‘আইএনএস আর্নালা’ এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি অগভীর পানিতে শত্রুর সাবমেরিন অনুপ্রবেশ প্রতিরোধ করতে পারে। এটি ডিজেল ইঞ্জিন-ওয়াটারজেট প্রোপালশন সিস্টেম চালিত। ফলে এটি সীমিত ও অগভীর সামুদ্রিক স্থানে উচ্চ গতিতে চলাফেরা করতে সক্ষম।