চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন শুক্রবার (৮ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের বলেন যে চীন তার অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম পাকিস্তানসহ বন্ধুত্ব রাষ্ট্রগুলোর সঙ্গে শেয়ার করতে আগ্রহী। চীন পাকিস্তান সেনাবাহিনীকে জেড-১০এমই অ্যাটাক হেলিকপ্টার দেয়া হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করতে বলা হলে তিনি এ কথা বলেন
জিয়াং বলেন, চীন-পাকিস্তান প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা কোনও তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। দুই দেশ আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
সম্প্রতি গণমাধ্যম জানিয়েছে যে পাকিস্তান সেনাবাহিনীতে চীনের রপ্তানিমুখী জেড-১০এমই অ্যাটাক হেলিকপ্টার অন্তর্ভুক্ত করা হয়েছে।
একজন চীনা বিশেষজ্ঞ বলেন, এটা হলো পাকিস্তানে জেড-১০ রপ্তানির প্রথম চুক্তি। এই হেলিকপ্টারের শক্তিশালী ফায়ারপাওয়ার এবং টিকে থাকার সামর্থ্য পাকিস্তানের প্রতিরক্ষা, বিশেষ করে সন্ত্রাসবিরোধী তৎপরতা জোরদারে সহায়ক হবে।
পাকিস্তান সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির মুলতান গ্যারিসনে সেনাবাহিনীর এভিয়েশন ইউনিটে জেড-১০এমই অ্যাটাক হেলিকপ্টার অন্তর্ভুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি চিলেন।
চীনের সামরিক বিষয়ক বিশেষজ্ঞ ঝাং জুয়েফেং গ্লোবাল টাইমসকে বলেন, জেড-১০ এর বেসলাইন সংস্করণের তুলনায় জেড-১০এমই-কে অতিরিক্ত আর্মার প্লেট, ওয়ার্নিং সেন্সর এবং জ্যামিং সিস্টেম দিয়ে কাস্টমাইজ করা হয়েছে। এতে হেলিকপ্টারটির লড়াই করার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
জেড-১০এমই হেলিকপ্টারকে বিশ্বের সেরা মাঝারি আকারের অ্যাটাক হেলিকপ্টারগুলোর একটি বিবেচনা করা হয়।
গ্লোবাল টাইমস