জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ছোট দ্বীপ দেশ সিঙ্গাপুর এবং মালদ্বীপ সাসটেইনেবিলিটি ও পরিবেশ সংশ্লিষ্ট বিষয়ে একসাথে কাজ করবে। এ ব্যাপারে তারা একটি চুক্তি সই করেছে।
সোমবার (৩০ জুন), সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী লরেন্স ওং এবং সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর উপস্থিতিতে চুক্তিটি সই হয়। এছাড়া দেশ দুটি সক্ষমতা বৃদ্ধি, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণে সহযোগিতার জন্য আলাদা দুটি চুক্তি সই করে করে। এর ফলে তারা শিক্ষা সফর, দ্বিপাক্ষিক সফর এবং অভিজ্ঞতা বিনিময় করতে পারবে।
মোহাম্মদ মুইজ্জু তিন দিনের রাষ্ট্রীয় সফরে সিঙ্গাপুরে রয়েছেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এটি প্রেসিডেন্ট হিসেবে সিঙ্গাপুরে মুইজ্জুর প্রথম সফর।
সোমবার এক রাষ্ট্রীয় ভোজসভায় বক্তৃতাকালে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট থারমান শানমুগারত্নম বলেন, সিঙ্গাপুর ও মালদ্বীপ, বিশেষ করে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব অন্যান্য দেশের তুলনায় বেশি অনুভব করছে।
তিনি আরও বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া, ক্রমবর্ধমান উষ্ণতা এবং চরম আবহাওয়া এবং ক্রমবর্ধমান ভঙ্গুর প্রাকৃতিক বাস্তুতন্ত্র সকল জাতির জন্য একটি মৌলিক হুমকি। তবে ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর উপর এর প্রভাব অত্যন্ত বেশি।
স্ট্রেইট টাইমস