পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন প্রজন্মের যুদ্ধবিমান তৈরির অনুমোদন দিয়েছে ভারত। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এ তথ্য জানানো হয়েছে। এই কর্মসূচীর মাধ্যমে আরও আধুনিক স্টেলথ ফাইটার জেট তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। রয়টার্স
ইতিমধ্যেই এ বিষয়ে অনুমোদন করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাষ্ট্রায়ত্ত অ্যারোনোটিকাল ডেভলপমেন্ট এজেন্সিকে এ দায়িত্ব দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে দুই ইঞ্জিন বিশিষ্ট পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির পথে হাঁটছে দিল্লি।
প্রকল্পটি ভারতীয় বিমান বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা, আকাশপথে ভারতের কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছে চীন। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের হাতে রয়েছে চীনের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান জে-১০। ইতিমধ্যেই যার শক্তি দেখিয়েছে ইসলামাবাদ।
পেহেলগাম ইস্যুতে এ মাসে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে পারমাণবিক শক্তিধর এ দুই দেশ। চার দিনের সংঘর্ষে দুই দেশই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, মিসাইল ও কামানের মাধ্যমে নিজেদের শক্তির জানান দিয়েছে।
এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, স্টিলথ ফাইটার কর্মসূচির জন্য দেশীয় সংস্থার সঙ্গে অংশীদারিত্ব করবে ভারত সরকার। কোম্পানিগুলো স্বাধীনভাবে বা যৌথ উদ্যোগে দরপত্র জমা দিতে পারবে। দরপত্রগুলো বেসরকারি ও রাষ্ট্রীয় মালিকানা উভয় সংস্থার জন্যই উন্মুক্ত থাকবে।
মার্চে ভারতীয় প্রতিরক্ষা কমিটি দেশটির বিমান বাহিনীর সক্ষমতা বাড়ানোর উদ্দেশে ও রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের ওপর চাপ কমাতে সামরিক বিমান তৈরিতে বেসামরিক খাতকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করে।