নিখোঁজ মার্কিনীর তথ্য দিলে ৫ মিলিয়ন ডলার পুরস্কার

নিখোঁজ মার্কিনীর তথ্য দিলে ৫ মিলিয়ন ডলার পুরস্কার
মাহমুদ শাহ হাবিবি। ছবি: সংগৃহীত

২০২২ সালে আফগানিস্তানে অপহৃত একজন মার্কিন নাগরিককে খুঁজে পেতে তথ্যের জন্য ৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন ররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, একটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে কর্মরত এবং দ্বৈত নাগরিক মাহমুদ শাহ হাবিবিকে তার গাড়িচালকসহ কাবুলে অপহরণ করা হয়েছিল এবং তালেবান সরকারের গোয়েন্দা সংস্থা তাকে আটক করেছিল।

এরপর থেকে তালেবান সরকার হাবিবির অবস্থান বা অবস্থা সম্পর্কে কোনও তথ্য দেয়নি বলে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সাংবাদিকদের জানিয়েছেন।

গত জানুয়ারিতে, তালেবান সরকার কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রে আটক এক তালেবান নেতার বদলে দুই আমেরিকানকে মুক্তি দেয়।

২০২১ সালের আগস্টে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে বেশ কিছু পশ্চিমা নাগরিককে আটক করে।